হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এক হাজার জনকে আসামি করে পুলিশ এসব মামলা করেছে।
সোমবার সদর থানায় মামলা দুটি করা হয়। এতে বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছকে প্রধান আসামি করা হয়েছে। দুটি মামলায়ই শতাধিক ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় এক হাজার জনকে আসামি করা হয়।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
গত শনিবার বিকালে জেলা বিএনপি শায়েস্তানগর এলাকা থেকে মিছিল বের করে। মিছিলটি শায়েস্তানগর পয়েন্ট হয়ে ঈদগাহ রোড ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে পৌঁছলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এ ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হন।
মন্তব্য করুন