বগুড়ায় প্রেমিকের সঙ্গে বেড়াতে যাওয়া এক কিশোরী বাসযাত্রীকে ধর্ষণের চেষ্টায় পরিবহনের বাসচালক সোহাইল হাসান শাকিব (২৫), হেলপারসহ ৫ জনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা করা হয়েছে। মামলায় আরও দু-তিনজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে এ ঘটনায় ওই কিশোরীর ভগ্নিপতি বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেন।
এর আগে গত সোমবার রাত ৯টার দিকে টাঙ্গাইল জেলার এলেঙ্গা থেকে বাসচালক শাকিবকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত বাসচালক সোহাইল হোসেন শাকিব বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপীনগর ইউনিয়নের জয়ন্তীবাড়ি গ্রামের তোজাম্মেল হকের ছেলে।
অন্যদিকে ধর্ষণচেষ্টার শিকার কিশোরীকে মঙ্গলবার সন্ধ্যায় শাজাহানপুর উপজেলার আমলি ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জবানবন্দি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক। অভিযুক্ত বাসচালক সোহাইল হোসেন শাকিবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৭ বছর বয়সী ওই কিশোরী সিরাজগঞ্জের কামারখন্দ থানার বাসিন্দা। প্রেমিকের সঙ্গে বগুড়ায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে গত ১৩ অক্টোবর সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা থেকে আর কে পরিবহনের একটি বাসে উঠে রওনা দেয়।
দুপুর সাড়ে ১২টার দিকে বাসটি বগুড়া শহরের বনানী এলাকায় পৌঁছলে বাসের সব যাত্রী নেমে যায়; কিন্তু বাসের চালক শাকিব ও হেলপার সৈকত প্রেমিক যুগলকে বাস থেকে নামতে বাধা দেয় এবং বাসের মধ্যে আটকে রাখে। একপর্যায়ে প্রেমিক যুগলকে ভয়ভীতি দেখায় এবং প্রেমিককে বাস থেকে নামিয়ে দেয়। এরপর ওই কিশোরীকে চালক ও হেলপার মিলে বাসের মধ্যে ধর্ষণের চেষ্টা চালায়।
বিষয়টি বুঝতে পেরে প্রেমিক এগিয়ে গেলে বাসের চালক ও হেলপার তাকে জোরপূর্বক ঢাকাগামী একটি বাসে তুলে দেয়। এরপর বাসটিকে বগুড়া পর্যটন মোটেলের পেছনে অবস্থিত একটি মোটর গ্যারেজে নেয়।
এ ঘটনা কাউকে না বলতে তারা কিশোরীকে নানা রকম ভয়ভীতি দেখায়। অবশেষে তারা ওই বাসে করেই কিশোরীকে বগুড়া শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে নিয়ে গিয়ে ঢাকাগামী একটি বাসে তুলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ওই কিশোরী বাসস্ট্যান্ডে গিয়ে কান্নায় ভেঙে পড়ে এবং উপস্থিত লোকজনকে ঘটনাটি বলে দেয়। এরপর থেকেই শুরু হয় পুলিশি তৎপরতা।
মন্তব্য করুন