আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

কৃষকের প্রণোদনা গেল অফিসারের পকেটে

অভিযুক্ত কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। ছবি : সংগৃহীত
অভিযুক্ত কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গরিব কৃষকের প্রণোদনার টাকা গেল কৃষি অফিসারের পকেটে। সে টাকা অফিসারসহ কয়েকজন মিলে আত্মসাৎ করেছেন। গত আগস্টের বন্যায় উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এরপর কৃষকদের ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের তরফ থেকে প্রণোদনা হিসেবে প্রত্যেককে নগদ ১ হাজার টাকা ও বিনামূল্যে সার-বীজ বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ রয়েছে প্রায় ২৫০ কৃষককে সে টাকা না দিয়ে মেরে দিয়েছেন কৃষি অফিসারসহ অন্যরা। সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ালেও আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তার দুর্নীতির কারণে সরকারি এ উদ্যোগ ভেস্তে গেছে।

গত বছরের আগস্টে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের ফলে আখাউড়ায় আকস্মিক বন্যায় উপজেলার সব ইউনিয়নে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্যায় কৃষকের ক্ষয়ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে নভেম্বরে সরকার ৫ হাজার ৬০০ কৃষকের জন্য প্রণোদনার মাধ্যমে বিনামূল্যে সার-বীজ ও নগদ ১ হাজার করে টাকা বরাদ্দ দেয়।

এর মধ্যে ৪ হাজার কৃষককে নগদ ১ হাজার টাকা, ৫ কেজি বীজ ও ১০ কেজি ডিএপি এবং এমওপি সার বিতরণ করা হয়েছে। আর ১ হাজার ৬০০ কৃষককে সবজির বীজ বিতরণ করা হয়, যা গত ডিসেম্বর প্রণোদনা বিতরণ কার্যক্রম সমাপ্ত করে কৃষি অফিস।

উপজেলা কৃষি অফিস থেকে জানানো হয়েছে, সব কৃষক নগদ ১ হাজার টাকা করে পেয়েছেন। কিন্তু অভিযোগ রয়েছে উপজেলার মনিয়ন্দ ও মোগড়া ইউনিয়নের প্রায় ২৫০ জনের বিকাশ বা নগদে কোনো টাকা পাঠানো হয়নি। কৃষকদের প্রণোদনার ২ লাখ ৫০ হাজার টাকা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম ও অফিসের অন্যরা মিলে আত্মসাৎ করেছেন।

উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ফতেহপুর গ্রামের কৃষক হামিদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সব সময় শুধু নাম নেয়। কোনো সময় টাকা পাই নাই। গত বন্যায় আমার তিন বিঘা জমির ফসল নষ্ট হইয়াছে। কৃষি অফিসের লোকজন আইসা দেইখা গেছে। নামও লেইখা নিছে। এই পর্যন্ত কোনো টাকাপয়সা পাইলাম না।’

ওই গ্রামের কৃষানি রোকেয়া বেগম বলেন, ‘আমার বিকাশে কোনো টাকা আসে নাই।’

উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের বড়লৌহঘর গ্রামের কৃষানি ইয়াছমিন বেগম বলেন, ‘বন্যার সময় কৃষি অফিসের লোকজন আইসা নাম-ঠিকানা লেইখা নিছে। আমার বিকাশে কেউ টাকা পাঠায়নি।’

মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের কৃষানি রুমানা আক্তার বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও শুধু সার-বীজ পেয়েছি; কিন্তু টাকা পাইনি।

অভিযোগ অস্বীকার করে কৃষি অফিসার তানিয়া তাবাসসুম কালবেলাকে বলেন, সব কৃষকের বিকাশ বা নগদে প্রণোদনার টাকা পাঠানো হয়েছে। সবাই টাকা পেয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুশান্ত সাহা কালবেলাকে বলেন, এমনটি হওয়ার কথা নয়। কোনো অভিযোগও পাইনি। বিষয়টি তদন্ত করে দেখব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিতে হেরে বিশ্বকাপে তৃতীয় বাংলাদেশ

কোপেনহেগেনে ফুসফুস স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশি ২ বিশেষজ্ঞ

আগুনে পুড়ে ছাই আড়াই হাজার মুরগির বাচ্চা

কলেজে শিক্ষার্থীদের টিকটক ভিডিও, মোবাইল নিষিদ্ধ করল কর্তৃপক্ষ

তাইওয়ান ইস্যুতে জাপানের বক্তব্য, পাল্টা অবস্থান চীনের

পানি কি সত্যিই ত্বক উজ্জ্বল করে

তিশার বিরুদ্ধে ভারতীয় প্রযোজকের অর্থ আত্মসাতের অভিযোগ

ভূমিকম্প / বুয়েট বিশেষজ্ঞের সমন্বয়ে ঢাবিতে হল পরিদর্শন শুরু

কংক্রিট নির্ভর উন্নয়ন ঢাকাকে অনিরাপদ করেছে : পরিবেশ উপদেষ্টা

সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রুপালি বরখাস্ত, এলাকায় মিষ্টি বিতরণ

১০

মহাসড়কের পাশে মিলল কাপড়ে মোড়ানো নবজাতক 

১১

ইউআইইউতে ভূমিকম্পের ঝুঁকি এবং নিরসন বিষয়ক সেমিনার

১২

বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমারের সেনা-বিজিপির ৫ সদস্য

১৩

বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি দিদারুল

১৪

র‌্যাবের হাতে গ্রেপ্তার অপহরণ মামলার আসামি সম্রাট

১৫

স্মার্টফোন যেভাবে ভূমিকম্প শনাক্ত করে

১৬

ছাত্রদলের ১ ইউনিটের কমিটি স্থগিত

১৭

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে নেবে ১ হাজার ১৫২ জন

১৮

এরিয়া সেলস ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ট্রান্সকম ইলেকট্রনিক্স

১৯

বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ডসের ‘সিইও অব দ্য ইয়ার ২০২৫’ সিটি ব্যাংকের মাসরুর আরেফিন

২০
X