চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০৭:২২ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কর্মবিরতিতে চট্টগ্রামের ৮ মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা

পাঁচ দফা দাবিতে আবারও কর্মবিরতি পালন করছেন চট্টগ্রামের ৮ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। ছবি : কালবেলা
পাঁচ দফা দাবিতে আবারও কর্মবিরতি পালন করছেন চট্টগ্রামের ৮ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। ছবি : কালবেলা

পাঁচ দফা দাবিতে আবারও কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। তাদের সঙ্গে একই দাবিতে কর্মবিরতি পালন করছেন নগরীর আরও ৭টি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে ৮টি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কর্মবিরতি শুরু করেন। এ কর্মসূচি আগামীকাল আদালতে রায় হওয়া পর্যন্ত চলবে বলে জানা গেছে।

কর্মবিরতির পাশাপাশি ৮টি মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন করেন। পরে তারা পাঁচ দফা দাবিতে সম্মিলিতভাবে চট্টগ্রাম সিভিল সার্জন বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

ইন্টার্ন চিকিৎসকরা জানান, সম্প্রতি ম্যাটস, ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে এবং ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে টানা দ্বিতীয়বারের মতো ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি এবং মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস বর্জন চলছে। এতদিন আন্দোলন চলমান থাকার পরও যৌক্তিক দাবিগুলো পূরণে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে তাদের এসব কর্মসূচি পালিত হচ্ছে।

তারা আরও জানান, আগামী ১২ মার্চ ‘ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না’-সংক্রান্ত রিটের রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। রায় ঘোষণার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ সাকিব হোসেন কালবেলাকে বলেন, ‘সময় দেওয়ার পরও দাবির বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি চোখে পড়ছে না। আমরা ১২ মার্চ পর্যন্ত সময় দিয়েছি। কিন্তু কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় আমরা আবার ক্লাস বর্জন, কর্মবিরতি কর্মসূচি পালন করছি। সকাল থেকে চট্টগ্রামের সব হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা সম্মিলিতভাবে এ কর্মসূচি পালন করেছেন।

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আসাদ কালবেলাকে বলেন, আমরা পাঁচ দফা দাবিতে কর্মবিরতি, ক্লাস-বর্জন কর্মসূচি পালন করছি। কেন্দ্রীয় কর্মসূচির আওতায় চট্টগ্রামের ৮টি মেডিকেল কলেজে এ কর্মসূচি চলছে। এ ছাড়া আমরা চট্টগ্রাম সিভিল সার্জনকে স্মারকলিপি দিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

সম্মিলিতভাবে কর্মসূচি পালন করা ৮টি মেডিকেল হলো- চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ, আইএএইচএস মেডিকেল কলেজ, সাউদার্ন মেডিকেল কলেজ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ, মেরিন সিটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ আসনে নির্বাচন স্থগিত যে কারণে

ভেনেজুয়েলার সীমান্তবর্তী এলাকায় সেনা পাঠাচ্ছে প্রতিবেশী দেশ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি সন্তুষ্ট না : মির্জা ফখরুল

জামায়াত প্রার্থীকে শোকজ

শীত এলেই কদর বাড়ে ফুটপাতের পিঠার

অপারেশন থিয়েটারের ভেতর চুলা, রান্না করছেন নার্সরা

দুটি আসনে নির্বাচন স্থগিত

৯ জানুয়ারি : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

গভীর রাতে দুর্ঘটনায় নেভী সদস্যসহ নিহত ৩

বেকারত্বে জর্জরিত বিশ্বের সবচেয়ে সুখী দেশ

১০

আজ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা 

১১

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে যাত্রী নিহত

১২

কেরানীগঞ্জে শীতের পিঠামেলা

১৩

কাসেম সোলাইমানির ভাস্কর্য গুঁড়িয়ে দিল ইরানিরা

১৪

আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে

১৫

রাজধানীতে আজ কোথায় কী

১৬

তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

১৭

ইতালিতে তাপমাত্রা শূন্যের নিচে

১৮

সেনাবাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, সিরিয়ায় কারফিউ জারি

১৯

৯ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

২০
X