বগুড়ায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চালসহ আওয়ামী লীগ নেতা ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ আগস্ট) ভোরে বগুড়া সদর উপজেলার কমলপুর গ্রামে মীর সেমি অটো রাইস মিল থেকে চালগুলো উদ্ধার এবং দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুজন হলেন- বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছার রহমান দিপু (৫৫) ও তার সহযোগী একই ইউনিয়নের দোবাড়িয়া গ্রামের ফেরদৌস আলম (৩৮)।
পুলিশ জানায়, উদ্ধারকৃত চালের প্রতিটি বস্তার গায়ে লেখা আছে ‘শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ’ খাদ্য অধিদপ্তর, নেট ওজন ৩০ কেজি। উদ্ধার করা ১৫৫ বস্তায় সর্বমোট চার হাজার ৬৫০ কেজি চাল রয়েছে। যার সরকারি মূল্য ৪৬ হাজার টাকা হলেও আনুমানিক বাজার মূল্য এক লাখ ৩৯ হাজার পাঁচশ টাকা।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় ওই রাইস মিল থেকে একজন পালিয়ে যায়। অপর দুজনকে আটক করা হয়। তারা বিক্রয় নিষিদ্ধ সরকারি চাল অবৈধভাবে মজুদ করেছিল। আটক দুজনসহ পলাতক ব্যক্তির নামে বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বিকেলে ওই মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন