বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নাম-পরিচয় জানতে চাওয়ায় ছুরিকাঘাতের চেষ্টা, ৪ জনকে গণপিটুনি

ছুরিকাঘাতের চেষ্টা করায় ডাকাত সন্দেহে চারজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। ছবি : সংগৃহীত
ছুরিকাঘাতের চেষ্টা করায় ডাকাত সন্দেহে চারজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। ছবি : সংগৃহীত

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় অ্যাম্বুলেন্স থেকে নেমে ছুরিকাঘাতের চেষ্টা করায় ডাকাত সন্দেহে চারজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।

রোববার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শিবচর থানার ওসি রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- বাগেরহাটের মোল্লারহাটের কাচনা এলাকার মৃত সিরাজ মীরের ছেলে সোহরাব মীর (২৫), নুরু মীরের ছেলে মেহেদী মীর (২৪), ভান্ডারখোলা এলাকার মৃত শাহজাহান শেখের ছেলে বশির শেখ (২৮) এবং নগরকান্দি এলাকার কবির শেখের ছেলে রাজু শেখ (২৮)।

জানা গেছে, রোববার ভোরের দিকে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে একটি অ্যাম্বুলেন্স থেকে চার ব্যক্তি নেমে আসেন। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের নাম-পরিচয় জানতে চান। একপর্যায়ে চারজনের কথাবার্তায় অসংলগ্নতা মনে হয় স্থানীয়দের কাছে।

এ সময় উত্তেজিত হয়ে চারজনের একজন হঠাৎ করেই ছুরি বের করে আঘাত করার চেষ্টা করে। এটা দেখে আশপাশের লোকজন চিৎকার দিলে চারজনকে আটক করে। পরে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে আটক করে থানায় নিয়ে গেছে।

রাকিব নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, পাঁচ্চর গোলচত্বরে একটি অ্যাম্বুলেন্স আসে। চার ব্যক্তি বের হলে তাদের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে ছুরি দিয়ে আঘাত করে তারা। এ সময় লোকজন চলে এলে পালিয়ে যেতে পারেনি। তবে অ্যাম্বুলেন্স নিয়ে অন্যরা পালিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সে আরও ডাকাত সদস্য ছিল। দেশীয় অস্ত্রও থাকতে পারে।

শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, ভোর ৪টার দিকে পাঁচ্চর গোলচত্বর এলাকায় অ্যাম্বুলেন্স নিয়ে ডাকাতদল আসছে সন্দেহে স্থানীয় জনসাধারণ গণপিটুনি দেয়। খবর পেয়ে এসআই সালাউদ্দিন, এসআই মিরাজসহ পুলিশ সদস্যরা আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, তাদের কাছ থেকে ছুরি জব্দ করা হয়েছে। আহত অবস্থায় চারজনকে পুলিশ হেফাজতে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংকক থেকে আজ দেশে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

১০

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

১১

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

১২

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

১৩

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

১৪

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১৫

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১৬

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১৭

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

১৮

শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

১৯

ভয়াবহ পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে

২০
X