শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নাম-পরিচয় জানতে চাওয়ায় ছুরিকাঘাতের চেষ্টা, ৪ জনকে গণপিটুনি

ছুরিকাঘাতের চেষ্টা করায় ডাকাত সন্দেহে চারজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। ছবি : সংগৃহীত
ছুরিকাঘাতের চেষ্টা করায় ডাকাত সন্দেহে চারজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। ছবি : সংগৃহীত

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় অ্যাম্বুলেন্স থেকে নেমে ছুরিকাঘাতের চেষ্টা করায় ডাকাত সন্দেহে চারজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।

রোববার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শিবচর থানার ওসি রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- বাগেরহাটের মোল্লারহাটের কাচনা এলাকার মৃত সিরাজ মীরের ছেলে সোহরাব মীর (২৫), নুরু মীরের ছেলে মেহেদী মীর (২৪), ভান্ডারখোলা এলাকার মৃত শাহজাহান শেখের ছেলে বশির শেখ (২৮) এবং নগরকান্দি এলাকার কবির শেখের ছেলে রাজু শেখ (২৮)।

জানা গেছে, রোববার ভোরের দিকে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে একটি অ্যাম্বুলেন্স থেকে চার ব্যক্তি নেমে আসেন। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের নাম-পরিচয় জানতে চান। একপর্যায়ে চারজনের কথাবার্তায় অসংলগ্নতা মনে হয় স্থানীয়দের কাছে।

এ সময় উত্তেজিত হয়ে চারজনের একজন হঠাৎ করেই ছুরি বের করে আঘাত করার চেষ্টা করে। এটা দেখে আশপাশের লোকজন চিৎকার দিলে চারজনকে আটক করে। পরে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে আটক করে থানায় নিয়ে গেছে।

রাকিব নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, পাঁচ্চর গোলচত্বরে একটি অ্যাম্বুলেন্স আসে। চার ব্যক্তি বের হলে তাদের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে ছুরি দিয়ে আঘাত করে তারা। এ সময় লোকজন চলে এলে পালিয়ে যেতে পারেনি। তবে অ্যাম্বুলেন্স নিয়ে অন্যরা পালিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সে আরও ডাকাত সদস্য ছিল। দেশীয় অস্ত্রও থাকতে পারে।

শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, ভোর ৪টার দিকে পাঁচ্চর গোলচত্বর এলাকায় অ্যাম্বুলেন্স নিয়ে ডাকাতদল আসছে সন্দেহে স্থানীয় জনসাধারণ গণপিটুনি দেয়। খবর পেয়ে এসআই সালাউদ্দিন, এসআই মিরাজসহ পুলিশ সদস্যরা আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, তাদের কাছ থেকে ছুরি জব্দ করা হয়েছে। আহত অবস্থায় চারজনকে পুলিশ হেফাজতে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাড়ি রাখা, অগোছালো পোশাক আর মেনে নেওয়া হবে না : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

গাজামুখী নৌবহর থেকে সরে দাঁড়াল ইতালি

অবশেষে নেপালের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়

বিশ্বকাপে ভারতের শুভসূচনা

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর বিতর্কিত ছবি নিয়ে যা বলছে কারা কর্তৃপক্ষ

বিএনপির পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির বৈঠক

১০

বিএনপি ক্ষমতায় এলে সকলে মিলে দেশ গড়বো : ড. ফরিদুজ্জামান ফরহাদ

১১

বকেয়া বিল আদায়ের ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অপপ্রচার

১২

ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে : সেলিমুজ্জামান 

১৩

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘প্রবাহ’

১৪

চবির ফারসি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম অভিযোগ গেল দুদকে

১৫

একজন চিকিৎসক দিয়েই চলছে হাসপাতাল

১৬

চারদিন পর খাগড়াছড়িতে অবরোধ স্থগিত

১৭

চলতি অর্থবছর কেমন হবে, জানাল এডিবি

১৮

বিএনপি ক্ষমতায় এলে সবাই মিলে দেশ গড়ব : ড. ফরিদুজ্জামান

১৯

সিপিআর বাঁচাতে পারে হার্ট অ্যাটাকের লাখো প্রাণ

২০
X