কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ১১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ভিজিএফের চাল বিতরণে চেয়ারম্যান-জনতার হাতাহাতি

কিশোরগঞ্জের কটিয়াদীতে ভিজিএফের চাল বিতরণের সময় চেয়ারম্যান-জনতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভিজিএফের চাল বিতরণের সময় চেয়ারম্যান-জনতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের কটিয়াদীতে ভিজিএফের চাল বিতরণের সময় চেয়ারম্যান-জনতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের ঘটনাটি ঘটে। এ ঘটনায় রোববার (১৬ মার্চ) রাতে থানায় অভিযোগ দায়ের করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লায়ন মো. নাদিম মোল্লা।

জানা যায়, শনিবার (১৫ মার্চ) দুপুরে করগাঁও ইউনিয়ন পরিষদে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পরিষদের হল রুমে দুস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লায়ন মো. নাদিম মোল্লা ও সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মুকসুদ আলী।

এ সময় চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠে। পরিষদ থেকে দশ কেজি ওজন পরিমাপ করে রাখা বালতি দিয়ে চাল দেওয়া হয়। কিন্তু বাইরে নিয়ে ওজন করলে সেখানে ৮ কেজি থেকে সাড়ে ৮ কেজি চাল পাওয়া যায়। এরপরই ফুসে ওঠে স্থানীয় জনগণ ও চাল নিতে আসা মানুষজন।

বিষয়টি জানতে পেরে স্থানীয় করগাঁও বাজার থেকে পরিষদের সামনে একটি ওজন মাপার ডিজিটাল মিটার নিয়ে আসেন ব্যবসায়ী সিব্বির। সেখানে সবার উপস্থিতিতে চাল পরিমাপ করা হলে ওজনে কম পাওয়া যায়। বিষয়টি চেয়ারম্যান লায়ন মো. নাদিম মোল্লা দেখতে পেয়ে ওজন মাপার মেশিনটি সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতেই ঘটে বিপত্তি। ব্যবসায়ী সিব্বির ও জাকারিয়ার সঙ্গে চেয়ারম্যানের হাতাহাতির ঘটনা ঘটে। এতে কিছুক্ষণ চাল বিতরণ বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে আবারও কার্যক্রম শুরু হয়।

ব্যবসায়ী সিব্বির জানান, আমি করগাঁও বাজারের তেল ব্যবসা করি। খবর পেয়েছি করগাঁও ইউনিয়ন পরিষদে প্রতি কার্ডে এক থেকে দেড় কেজি করে চাল কম দেওয়া হচ্ছে। ওরা গরীব মানুষ চাল কেন কম দেওয়া হবে। সরকার তো আর কম দিচ্ছে না। আমি নিজে মিটার নিয়ে এসে পরিমাপ করেছি। প্রত্যেকজনের এখানে কম পাওয়া গেছে। আর এ প্রতিবাদ করার কারণে চেয়ারম্যান আমাকে লাঞ্চিত করেছে।

এসব অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান লায়ন মো. নাদিম মোল্লা বলেন, সুষ্ঠুভাবে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম চলছিল। এ সময় সিব্বির, জাকারিয়া ও তাদের লোকজন আমার সুনাম ক্ষুন্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি ভুয়া মিটার ব্যবহার করে। তারা চালের ওজন কম দেখানোর চেষ্টা করেছে। মিটারটি ভালো কিনা তা যাচাই করতে আমি মিটার নিয়ে যেতে চাইলে তারা বাঁধা দেয় এবং আমার ওপর অতর্কিত হামলা করে। গ্রাম পুলিশ ও যারা হতদরিদ্র চাল আনতে গিয়েছিল তাদের ওপরও হামলা করে। আমি বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।

কটিয়াদী উপজেলার বাট্টা হাওর তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া বলেন, চাল বিতরণের শুরু থেকেই আমাদের ফোর্স এখানে ছিল। চাল মেপে দেওয়া হচ্ছিল। চেয়ারম্যানের প্রতিপক্ষ একটা গ্রুপ আছে। চেয়ারম্যান তো আসলে স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছে। সম্ভবত তারা বাইরে মিটার দিয়ে মাপ দিয়েছে। এতে চাল কম আছে। তখন চেয়ারম্যান বলে বাইরে কেন মাপামাপি হচ্ছে যদি কম থাকে ভেতরে মাপ দেন। মেশিনটা নিয়ে যেতে চাইলে কথাকাটাকাটির এক পর্যায়ে এ অনাকাঙ্কিত ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ আহত হয়নি।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, করগাঁও ইউনিয়নে চাল বিতরণকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লায়ন মো. নাদিম মোল্লা একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান দূতাবাসের শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর

ভর্তি পরীক্ষায় পাস করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীকে যুক্ত করার সুপারিশ

নির্বাচনে জোট গঠন নিয়ে যা জানালেন নাহিদ ইসলাম

মোহাম্মদপুর-বছিলা এলাকায় যানজট নিরসনে ডিএমপির আট নির্দেশনা

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

বিচার চলাকালীন আ.লীগের নিবন্ধন স্থগিত করতে হবে : নাহিদ ইসলাম

‘সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই’

স্বৈরাচারের দোসরদের বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ 

‘সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন’ ড. ইউনূসকে মির্জা ফখরুল

১০

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় / শিক্ষকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বদলে গেল উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি

১১

শুরু হয়েছে ‘মুক্ত সুরের ছন্দ’

১২

কোকা কোলা বর্জন শুরু করেছে ইউরোপের এক দেশ

১৩

সিটি করপোরেশন এলাকাগুলোতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন

১৪

হার্ভার্ডে মুসলিম শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা চরমে, ঝুঁকিতে ইহুদি শিক্ষার্থীরাও

১৫

পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা হয়নি ৬ পরিবারের

১৬

আ.লীগ আর কোনোভাবেই রাজনীতি করতে পারবে না : সারজিস

১৭

রাষ্ট্রদ্রোহ মামলা / চিন্ময় দাসের জামিনের স্থগিতাদেশ প্রত্যাহার

১৮

দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা

১৯

সাংবাদিকতা ও মত প্রকাশ রোধের পুনরাবৃত্তি হচ্ছে : এমএসএফ

২০
X