রাজশাহী স্টেশনের কাছে মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুতির প্রায় তিন ঘণ্টা পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে ট্রেনটি উদ্ধার করা হলে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে সকাল ৮ টার দিকে রাজশাহী স্টেশনে ঢোকার সময় রহনপুর থেকে ছেড়ে আসা লোকাল মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়াও দুটি লোকাল ট্রেন পথে আটকা পড়ে। পরে প্রায় ৩ ঘণ্টা পর বেলা ১১টার দিকে ট্রেনটি উদ্ধার করা হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করে পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার (জিএম) আসীম কুমার তালুকদার বলেন, বুধবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস রাজশাহী স্টেশনে প্রবেশের আগে লাইনচ্যুত হয়। ট্রেনের একটি বগির মোট চারটি চাকা লাইনচ্যুতি হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। পরে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে এটিকে উদ্ধার করে। এই তিন ঘণ্টার মধ্যে দুটি লোকাল ট্রেন পথে আটকে পড়েছিল। তবে রাজশাহী থেকে সব ধরনের আন্তঃনগর ট্রেন চালু যথাসময়ে ছেড়ে গেছে বলেও জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের এই কর্মকর্তা।
মন্তব্য করুন