রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি প্রয়াত মুক্তিযোদ্ধা

প্রয়াত আবদুল মান্নান। ছবি : সংগৃহীত
প্রয়াত আবদুল মান্নান। ছবি : সংগৃহীত

গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার প্রয়াত আবদুল মান্নানকে আসামি করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) নগরের বোয়ালিয়া থানায় আবদুল আলীম দুলাল নামের এক তরুণ বাদী হয়ে মামলাটি করেন। তিনি স্থানীয় জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান মহানগর আওয়ামী লীগের সদস্য ছিলেন। রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র থাকা অবস্থায় তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। গত ১৭ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মামলার বাদী নাম আব্দুল আলীম দুলাল নগরের রাজপাড়া থানার মোল্লাপাড়া মহল্লার বাসিন্দা। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আব্দুল আলীম নগরের আলুপট্টি এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন বলে মামলায় দাবি করা হয়। মামলার প্রধান আসামি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। ২ নম্বর আসামি করা হয়েছে রাজশাহী-২ (সদর) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য শফিকুর রহমান বাদশার ছেলে রুয়েট কর্মকর্তা মাহমুদুর রহমান দীপনকে। মামলায় মোট ১২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ৩০০ থেকে ৩৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মৃত ব্যক্তিকে আসামি করার ব্যাপারে কথা বলতে আব্দুল আলীমের মোবাইল নম্বরে যোগাযোগ করা হয়। এ সময় তার বড় ভাই শফিকুল ইসলাম ফোনটি ধরে বলেন, ‘আমার ভাই আব্দুল আলীম গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলায় গুলিবিদ্ধ হয়েছিল। এ জন্য সে (ভাই) বাদী হয়ে মামলাটি করেছিল। তবে মামলায় মৃত ব্যক্তির নাম আছে কি না জানি না।’ এ নিয়ে তিনি রাজশাহী মহানগর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকারের সঙ্গে কথা বলতে বলেন। জসিম উদ্দিন সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলা সম্পর্কে তিনি তেমন কিছু জানেন না। আগে খোঁজ নিতে হবে। খোঁজ নিয়ে এ ব্যাপারে তিনি বলতে পারবেন।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ কালবেলাকে বলেন, ‘আসামির তালিকায় মৃত ব্যক্তি আছেন কি না, তা আমার জানা নেই। এটা খোঁজ নিতে হবে। যদি এ রকম হয়, তাহলে আমরা যাচাই করব। মামলার অভিযোগপত্র দাখিলের সময় অব্যাহতি দেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চালের দাম কমে যাচ্ছে : খাদ্য উপদেষ্টা

‘আমরা আগের চেয়ে বেশি মজবুত হয়েছি’

হেফাজতে ইসলামের ১২ দফা দাবি, সমাবেশ থেকে কঠোর বার্তা

বাসর রাতে স্বামীর মৃত্যু, বাকরুদ্ধ নববধূ

কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন মেনে নেওয়া হবে না : হেফাজতে আমির

নতুন ঘরে ওঠা হলো না যুবদল নেতার

গাজীপুরে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

কোচিং বাণিজ্য বন্ধসহ ১২ দাবি অভিভাবক ফোরামের

সেদিন সাকিবকে কী উপদেশ দিয়েছিলেন জানালেন মেজর হাফিজ

স্ত্রীর স্বীকৃতির দাবিতে জামায়াত নেতার বাড়িতে মামাত বোনের অনশন

১০

ক্যানসারে ববি শিক্ষার্থীর মৃত্যু, ৫ দাবি আদায়ে আলটিমেটাম

১১

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হাসপাতালে ভাঙচুরের অভিযোগ

১২

উত্তেজনার মধ্যে ভয়ংকর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

১৩

মালয়েশিয়ার তেল কারখানায় বিস্ফোরণ, বাংলাদেশিসহ আহত ৪

১৪

ইআবির অধীনে কামিল পরীক্ষা শুরু

১৫

আম্পায়ারের সাথে তর্কে যাওয়া নিয়ে যা বললেন গিল

১৬

দোকান থেকে ডেকে আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা

১৭

২১ দফার বাস্তবায়ন চায় স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ 

১৮

নিখোঁজ যুবকের মরদেহ মিলল খড়ের গাদায়

১৯

বিএনপির সমর্থনে ইউনূস সরকার টিকে আছে: দুদু

২০
X