সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

গাড়ির চাপ বাড়লেও যানজট নেই উত্তরের মহাসড়কে

পবিত্র ঈদুল ফিতর উদযাপনের জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার কর্মস্থল থেকে ঘরে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। ছবি : কালবেলা
পবিত্র ঈদুল ফিতর উদযাপনের জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার কর্মস্থল থেকে ঘরে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। ছবি : কালবেলা

পবিত্র ঈদুল ফিতর উদযাপনের জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার কর্মস্থল থেকে ঘরে ফিরতে শুরু করেছে উত্তরাঞ্চলের কর্মমুখী মানুষ। ঘরমুখো মানুষের চাপে উত্তরবঙ্গের গেটওয়ে সিরাজগঞ্জে বাড়ছে যানবাহনের চাপ। গাড়ির প্রচুর চাপ থাকলেও জেলার কোনো মহাসড়কে যানজটের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকেই ঢাকা থেকেই উত্তরবঙ্গগামী লেনে যানবাহনের পরিমাণ ক্রমশই বাড়তে দেখা যায়। যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড়, ঝাঐল ওভার ব্রিজ, নলকা ও হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দেখা যায় বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাসে করে হাজার হাজার মানুষ ঘরে ফিরছে। সেই সঙ্গে ট্রাক, পিকআপযোগে আসছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। এ ছাড়া পরিবারসহ মোটর বাইকেও ঘরে ফিরছে অনেকজন।

বাড়তি যানবাহন চলাচল করায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে প্রচুর চাপ রয়েছে। তবে কোথাও কোনো যানজট বা দুর্ভোগের সৃষ্টি হয়নি।

পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, উত্তরাঞ্চলের গেটওয়ে সিরাজগঞ্জ। এ জেলার ওপর দিয়ে রাজশাহী ও রংপুর বিভাগের ৮ জেলা ছাড়াও খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলার গাড়ি চলাচল করে। দেশের প্রায় এক তৃতীয়াংশ মানুষের ঢাকায় যাতায়াতের পথ যমুনা সেতু পশ্চিম সড়ক।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. আসাদ বলেন, বৃহস্পতিবার রাত থেকেই ঘরমুখো মানুষ ফিরতে শুরু করেছে। এ কারণে এ মহাসড়কে গাড়ির চাপ ক্রমশই বাড়ছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আনারুল ইসলাম বলেন, গাড়ির চাপ বাড়তে থাকলেও এখন পর্যন্ত যমুনা সেতুর পশ্চিমপাড়ে কোথাও কোনো যানজট নেই।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জিয়াউর রহমান বলেন, উত্তরবঙ্গের গেটওয়ে সিরাজগঞ্জের সকল রুটের নিরাপত্তায় জেলা পুলিশের ৬৪৮ জন সদস্য নিয়োজিত রয়েছে। পোশাকধারী পুলিশ ছাড়াও সাদা পোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছে।

হাইওয়ে পুলিশ সুপার (বগুড়া রিজিওন) মো. শহিদ উল্লাহ বলেন, এখন পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মানুষ নির্বিঘ্নে ঘরে ফিরছে। ঘরমুখো মানুষের নিরাপত্তায় হাইওয়ে পুলিশের ৩২২ জন ও এপিবিএনের ১০০ সদস্য নিয়োজিত রয়েছে।

যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবির পাভেল বলেন, গত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৩৫ হাজার ২২৭টি যানবাহন চলাচল করেছে, যা স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ। টোল আদায় হয়েছে দুই কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / বয়স বেশি হলে ডাউন শিশু জন্মদানের শঙ্কা বাড়ে

ব্যাংকক থেকে আজ দেশে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

১০

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

১১

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

১২

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

১৩

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

১৪

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

১৫

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১৬

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১৭

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১৮

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

১৯

শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

২০
X