গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ০৫:২০ এএম
অনলাইন সংস্করণ

জাফলংয়ে ঈদের দিনেই পর্যটকের উপচে পড়া ভিড়

ঈদের দিনেই জাফলংয়ে দেখা যায় পর্যটকের উপচে পড়া ভিড়। ছবি : কালবেলা
ঈদের দিনেই জাফলংয়ে দেখা যায় পর্যটকের উপচে পড়া ভিড়। ছবি : কালবেলা

ঈদুল ফিতরের দিনেই পর্যটকের ঢল নেমেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র- জাফলং, রাতারগুল, বিছনাকান্দি ও পান্তমাইয়ে। আর এতে যেন প্রাণ ফিরে পেয়েছে উপজেলার সবকটি পর্যটনকেন্দ্র।

সোমবার (৩১ মার্চ) ঈদের দিন থেকেই উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় দেখা গেছে ভ্রমণপ্রিয়দের।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে স্বচ্ছ পানির জলরাশি সাদা পাথর ও সাত পাহাড়ের মিলন মেলা ওপারের ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য উপভোগ করেছেন দর্শনার্থীরা। উপজেলার জাফলং, বিছনাকান্দি, সোয়াম ফরেস্ট রাতারগুল ছাড়াও পান্তুমাই মায়াবী ঝর্ণা, জাফলং চা বাগানে পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সিলেট খাদিম নগর থেকে ঘুরতে আসা কয়েকজন পর্যটক জানান, পাহাড়, পাথর আর স্বচ্ছ জলের সমাহার দেখে তারা বিমোহিত হয়েছেন। পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে তারা এসেছেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে।

তবে সবচেয়ে বেশি পর্যটকের ভিড় ছিল জাফলংয়ে। যাদের বেশির ভাগ দর্শনার্থীই ছিলেন তরুণ-তরুণী। এর মধ্যে স্থানীয়রাই বেশি।

জাফলংয়ে গিয়ে দেখা যায়, সকাল থেকেই এখানে দল বেঁধে পর্যটকেরা ঘুড়তে এসেছেন। নদীতে নেমে কেউ কেউ গোসল করতে ব্যস্ত। আর অনেকে বল্লাঘাট থেকে নৌকা পার হয়ে খাসিয়া পল্লি ও চা বাগানে যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের সংখ্যাও বাড়তে থাকে।

এদিকে পর্যটকদের চাপে এখানকার হোটেল-মোটেলগুলো বুকিং হয়ে গেছে। ব্যস্ততা দেখা গেছে রেস্টুরেন্টগুলোতেও। পর্যটকের সমাগমে খুশি এখানকার পর্যটন ব্যবসায়ীরাও।

ব্যবসায়ীরা বলেছেন, এবার অন্যান্য ঈদের তুলনায় পর্যটকের সংখ্যা বেড়েছে। ঈদের দিন থেকে পর্যটক বেড়াতে আসছেন। এতে ভালো বেচা-কেনা হচ্ছে।

জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসন মিয়া বলেন, ঈদ উপলক্ষে জাফলংয়ে অনেক পর্যটক বেড়াতে এসেছেন। ব্যবসায়ীদের বেচাকেনাও ভালো হয়েছে। কাল থেকে পর্যটকের সংখ্যা আরো বাড়বে বলে আশা করছেন তিনি।

পর্যটকদের নিরাপত্তা দিতে টুরিস্ট পুলিশ, গোয়াইনঘাট থানা পুলিশ ও বিজিবি সদস্যরা কাজ করে যাচ্ছেন।

এ বিষয়ে জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বলেন, ঈদের ছুটিতে সকাল থেকেই পর্যটকে মুখরিত ছিল জাফলং। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় টুরিস্ট পুলিশের সদস্যরা কাজ করছেন।

তিনি আরও বলেন, পর্যটকরা বেড়াতে এসে যাতে কোনোভাবেই ভোগান্তিতে না পড়েন, সেদিকে আমাদের নজর রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে যুবদলের সব কমিটি স্থগিত

ঢাকার শীত নিয়ে নতুন বার্তা

চীনের সঙ্গে চুক্তি নিয়ে কানাডাকে হুমকি দিল ট্রাম্প

দেশে ভূমিকম্প অনুভূত

ভারত থেকে দেশে ঢুকল ৮ ট্রাক বিস্ফোরক, নিরাপত্তা জোরদার

মিনিয়াপোলিসে গুলিতে আরেক মার্কিন নাগরিক নিহত

রাষ্ট্রদূতদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক আজ

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরকারের প্রচার বৈধ : আলী রীয়াজ

ওসমান হাদির সন্তান ও ভাইয়ের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর হামলা, নিহত ২

১০

কুমিল্লায় তিনটি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

১১

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২

বাংলাদেশের আগে নির্দিষ্ট কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল যে ৬ দেশ

১৩

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

১৪

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

১৫

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

১৬

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

১৭

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

১৮

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১৯

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

২০
X