শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
খুলনা ব্যুরো
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা বাশারকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ফুলতলা ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার। ছবি : সংগৃহীত
ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ফুলতলা ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার। ছবি : সংগৃহীত

খুলনার ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ফুলতলা ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনো ক্ষতি হয়নি তার।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে খুলনা-যশোর মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা ও পুলিশ জানায়, রাতে চৌদ্দমাইল সুপার জুট মিলের কাছে ইউপি চেয়ারম্যান বাশার দাঁড়িয়েছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সড়কের ওপর বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হয়নি।

এদিকে এ ঘটনার পর বিএনপির নেতাকর্মীরা ফুলতলা বাজার এলাকায় সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে বাসস্টান্ড চত্বরে প্রতিবাদ সমাবেশে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাশার, সদস্যসচিব মনির হাসান টিটো, যুগ্ম আহবায়ক মোল্যা মনিরুল ইসলাম, কাজী আনোয়ার হোসেন বাবু, শফিক আহমেদ মেঝবা, আতাউর রহমান, শেখ আলমগীর হোসেন, মোতাহার হোসেন কিরণ প্রমুখ বক্তৃতা করেন। নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনার পরপরই খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতারা এক যৌথ বিবৃতিতে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছেন।

বিবৃতিতে তারা বলেন, পতিত সরকারের দোসররা খুলনাকে অশান্ত করতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। বিএনপি নেতা শেখ আবুল বাশারের ওপর বোমা হামলা তারই অংশ।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন বিএনপির নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্যসচিব আবু হোসেন বাবু, মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু এবং চৌধুরী হাসানুর রশিদ মিরাজ।

ফুলতলা থানার ওসি মো. মনিরুজ্জামান কালবেলাকে বলেন, আবুল বাশার মোটরসাইকেলে করে ফুলতলা বাজার থেকে বেজেরডাঙ্গায় নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে সুপার ব্রিকসের সামনে তাকে লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়। কিন্তু বোমাটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে গেছেন। ওই ঘটনায় স্থানীয়রা অল্প সময়ের জন্য সড়ক অবরোধ করে রেখেছিলেন, সাড়ে ৯টার দিকে তা প্রত্যাহার করে নিয়েছে। ওই ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডয়চে ভেলের সংবাদ নিয়ে জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের প্রতিবাদ

‘গণঅভ্যুত্থানে শ্রমজীবী মানূষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি কাজ করবে’

বিএনপিই একমাত্র শ্রমজীবী বান্ধব দল : রোকনুজ্জামান তালুকদার

বিশিষ্টজনের মত / পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত দেখতে চায় জনগণ

মে দিবসে ছাগল উপহার পেল শতাধিক পরিবার

টাঙ্গাইলের জামুর্কীর সন্দেশ পেল জিআই স্বীকৃতি

বরিশালের আমড়া পেল জিআই স্বীকৃতি

৫ মে থেকে আইফোনের যেসব মডেলে চলবে না হোয়াটসঅ্যাপ

নির্বাচন নিয়ে কোনো টালবাহানা জনগণ মানবে না : টুকু

আঘাতে অসুস্থ বন্য হাতি, চিকিৎসা দিল বন বিভাগ

১০

খাবার চুরি, বি‌য়ে না করেই ফি‌রে যা‌চ্ছিলেন বর

১১

ঢাকাসহ যেসব এলাকায় বজ্রপাত হতে পারে শুক্রবার

১২

নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না জনগণ : খসরু

১৩

কাশ্মীর ইস্যুতে সুর বদল যুক্তরাষ্ট্রের

১৪

ফিজিতে ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশি, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

১৫

তিস্তা চরের নারী শ্রমিকদের মেলে না ন্যায্য মজুরি!

১৬

মে দিবসে ছিন্নমূল মানুষের পাশে ঢাবি ছাত্রদল

১৭

টানা তিন ম্যাচে একাদশের বাইরে রিশাদ, লাহোর কি ভুল পথে হাঁটছে?

১৮

ভুল তথ্য প্রচারে ব্যবহার হচ্ছে এআই

১৯

বিপিএসএ সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান

২০
X