বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০৪:৩৯ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরের সেই এসআইয়ের বেতন বন্ধের নির্দেশ

পুলিশের উপপরিদর্শক (এসআই) জীবন চৌধুরীর বেতন বন্ধে চাঁদপুরের পুলিশ সুপারকে আদালতের আদেশনামা। ছবি : কালবেলা
পুলিশের উপপরিদর্শক (এসআই) জীবন চৌধুরীর বেতন বন্ধে চাঁদপুরের পুলিশ সুপারকে আদালতের আদেশনামা। ছবি : কালবেলা

আদালতের আদেশ অমান্য করে তদন্ত কর্মকর্তা হিসেবে আদালতে সাক্ষী দিতে না আসায় পুলিশের উপপরিদর্শক (এসআই) জীবন চৌধুরী নামে একজনের বেতন বন্ধের নির্দেশ দিয়েছেন বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এছাড়া তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) আদালতের নির্দেশের বিষয়টি জানাজানি হয়। এর আগে গত ১৯ মার্চ বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলাম এ আদেশ দেন।

এসআই জীবন চৌধুরী বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে বিচারাধীন একটি মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন। বর্তমানে তিনি চাঁদপুর জেলার মতলব থানায় কর্মরত আছেন।

আদালতের আদেশনামায় উল্লেখ করা হয়েছে, গত বছরের ১১ ডিসেম্বর এসআই জীবন চৌধুরীকে আদালতে হাজির হওয়ার সমন জারি করা হয়। ওই দিন হাজির না হওয়ায় পরবর্তীতে চলতি বছরের ১২ জানুয়ারি সাক্ষী পরোয়ানা জারি করা হয়। কিন্তু তিনি আদালতের আদেশ অমান্য করে নির্ধারিত তারিখে সাক্ষ্য দিতে হাজির হননি।

এরপর গত ৯ ফেব্রুয়ারি ফৌজদারি কার্যবিধির ধারা ৪৮৫-ক অনুযায়ী কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চান আদালত। এ ছাড়া আদালতে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদান করতেও বলা হয়। কিন্তু তিনি নির্ধারিত তারিখে আদালতে অনুপস্থিত থেকে পুনরায় আদালতের আদেশ অমান্য করেছেন।

এর পরিপ্রেক্ষিতে এসআই জীবন চৌধুরীকে আগামী ৮ এপ্রিলের মধ্যে সশরীরে আদালতে হাজির হয়ে আদেশ অমান্য করার বিষয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেন আদালত।

একই সঙ্গে, আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানপূর্বক কোর্ট সার্টিফিকেট গ্রহণ না করা পর্যন্ত এসআই জীবন চৌধুরীর বেতন বন্ধ রাখার জন্য চাঁদপুর জেলার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং মতলব উপজেলার উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া আদালত চাঁদপুরের পুলিশ সুপারকে এসআই জীবন চৌধুরীর বেতন বন্ধের বিষয়টি কার্যকর করে আদালতকে জানানোর জন্য নির্দেশ দেন। আদেশের কপি পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চাঁদপুর ও বান্দরবানের পুলিশ সুপার, হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের প্রতীক : কবীর ভূইয়া

দেশের মাটিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান সাকিব

মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায়

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে : বুলবুল

সময়মতো স্বাস্থ্যসেবা পাওয়া আমাদের মৌলিক অধিকার : মাসুদুজ্জামান

‎জকসু নির্বাচন / প্রার্থীদের ডোপটেস্ট আগামী ৯ ও ১০ ডিসেম্বর

ডিসেম্বরের ৬ দিনে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ২০ লাখ ডলার 

সালমান এফ রহমানসহ ৬ জনের ‎বিরুদ্ধে পৃথক তিন মামলা

ডা. আসিবুলের বেতন বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না : আদালত

১০

আইজিপির অপসারণ ও বিচার চাইলেন পিন্টুর স্ত্রী

১১

নিবন্ধনহীন নারী রাষ্ট্রের চোখে অদৃশ্য : নারীর অধিকার সুরক্ষায় শতভাগ নিবন্ধন জরুরি

১২

চট্টগ্রামে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে ব্যারিস্টার মীর হেলাল

১৩

কালবেলার অনুসন্ধানে ধরা হানিট্র্যাপ চক্র, আটক ২

১৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ

১৫

দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি

১৬

‘দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে’

১৭

আরএমপির ১২ থানায় ওসি পদে রদবদল

১৮

রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষ

১৯

খালেদা জিয়ার সুস্থতার জন্য আইইবিতে দোয়া মাহফিল

২০
X