বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০৪:৩৯ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরের সেই এসআইয়ের বেতন বন্ধের নির্দেশ

পুলিশের উপপরিদর্শক (এসআই) জীবন চৌধুরীর বেতন বন্ধে চাঁদপুরের পুলিশ সুপারকে আদালতের আদেশনামা। ছবি : কালবেলা
পুলিশের উপপরিদর্শক (এসআই) জীবন চৌধুরীর বেতন বন্ধে চাঁদপুরের পুলিশ সুপারকে আদালতের আদেশনামা। ছবি : কালবেলা

আদালতের আদেশ অমান্য করে তদন্ত কর্মকর্তা হিসেবে আদালতে সাক্ষী দিতে না আসায় পুলিশের উপপরিদর্শক (এসআই) জীবন চৌধুরী নামে একজনের বেতন বন্ধের নির্দেশ দিয়েছেন বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এছাড়া তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) আদালতের নির্দেশের বিষয়টি জানাজানি হয়। এর আগে গত ১৯ মার্চ বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলাম এ আদেশ দেন।

এসআই জীবন চৌধুরী বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে বিচারাধীন একটি মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন। বর্তমানে তিনি চাঁদপুর জেলার মতলব থানায় কর্মরত আছেন।

আদালতের আদেশনামায় উল্লেখ করা হয়েছে, গত বছরের ১১ ডিসেম্বর এসআই জীবন চৌধুরীকে আদালতে হাজির হওয়ার সমন জারি করা হয়। ওই দিন হাজির না হওয়ায় পরবর্তীতে চলতি বছরের ১২ জানুয়ারি সাক্ষী পরোয়ানা জারি করা হয়। কিন্তু তিনি আদালতের আদেশ অমান্য করে নির্ধারিত তারিখে সাক্ষ্য দিতে হাজির হননি।

এরপর গত ৯ ফেব্রুয়ারি ফৌজদারি কার্যবিধির ধারা ৪৮৫-ক অনুযায়ী কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চান আদালত। এ ছাড়া আদালতে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদান করতেও বলা হয়। কিন্তু তিনি নির্ধারিত তারিখে আদালতে অনুপস্থিত থেকে পুনরায় আদালতের আদেশ অমান্য করেছেন।

এর পরিপ্রেক্ষিতে এসআই জীবন চৌধুরীকে আগামী ৮ এপ্রিলের মধ্যে সশরীরে আদালতে হাজির হয়ে আদেশ অমান্য করার বিষয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেন আদালত।

একই সঙ্গে, আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানপূর্বক কোর্ট সার্টিফিকেট গ্রহণ না করা পর্যন্ত এসআই জীবন চৌধুরীর বেতন বন্ধ রাখার জন্য চাঁদপুর জেলার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং মতলব উপজেলার উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া আদালত চাঁদপুরের পুলিশ সুপারকে এসআই জীবন চৌধুরীর বেতন বন্ধের বিষয়টি কার্যকর করে আদালতকে জানানোর জন্য নির্দেশ দেন। আদেশের কপি পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চাঁদপুর ও বান্দরবানের পুলিশ সুপার, হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শতাধিক ভুয়া পেজে ‘অশ্লীল বিজ্ঞাপন’, বিব্রত ডা. জাহাঙ্গীর

স্বাস্থ্য পরামর্শ / বয়স বেশি হলে ডাউন শিশু জন্মদানের শঙ্কা বাড়ে

ব্যাংকক থেকে আজ দেশে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

১০

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

১১

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

১২

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

১৩

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

১৪

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

১৫

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

১৬

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১৭

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১৮

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১৯

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

২০
X