নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৩:৩৭ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ভাড়াটিয়া গৃহবধূকে ‘কবিরাজি ওষুধ’ খাইয়ে বাসার মালিকের ধর্ষণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নেত্রকোনায় এক ভাড়াটিয়া গৃহবধূকে (৩৭) ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন (৪৭) নামে এক বাসার মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। এর আগে রোববার সন্ধ্যায় শহরের পারলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনোয়ার পৌরসভার পারলা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ওই নারী তার স্বামীসহ পরিবারের সদস্যদের নিয়ে আনোয়ারের বাসায় ভাড়া থাকেন। সম্প্রতি আনোয়ার ওই নারীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন; কিন্তু তিনি এতে রাজি না হওয়ায় আনোয়ার তার ওপর ক্ষিপ্ত হন।

কয়েক মাস ধরে আনোয়ার নিজ বাসায় ভেষজ ওষুধের মাধ্যমে কবিরাজি চিকিৎসা করে আসছিলেন। ২৩ মার্চ বেলা ১১টায় ওই নারীকে আনোয়ার চিকিৎসার নাম করে ভেষজ ওষুধ খাওয়ান। একপর্যায়ে ওই নারী অচেতন হয়ে পড়লে তিনি তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

পরে জ্ঞান ফিরলে আনোয়ার ওই নারীকে বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেন। এরপর ২৪ ও ২৫ মার্চ তাকে আবারও ধর্ষণ করেন আনোয়ার। রোববার সকালে বিষয়টি ওই নারী তার স্বামীকে জানান। পরে তার স্বামী স্থানীয়দের জানালে তারা আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।

ওই নারী ও তার স্বামী রোববার বিকেলে নেত্রকোনা মডেল থানায় গিয়ে পুলিশকে সবকিছু খুলে বলেন। পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যায় অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমনে মামলা করেন।

পুলিশ হেফাজতে থাকায় এ ব্যাপারে আনোয়ারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে আনোয়ারের এক স্বজন বলেন, আনোয়ার এ কাজ করেছেন বিষয়টি আমাদের বিশ্বাস হয় না। হয়তো তাকে হয়রানি ও বিপদে ফেলতে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান জানাচ্ছি, তারা যেন নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত করে।

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় আনোয়ারকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে পিস্তল, গুলি ও ককটেল উদ্ধার

‘যাদেরকে আমার লোক মনে করেছি, তারা এখন জামায়াতের রুকন’

জামায়াত আমিরের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনবে সরকার

হাদি হত্যাকাণ্ডের চার্জশিট নিয়ে ইনকিলাব মঞ্চের প্রতিক্রিয়া

ক্রিকবাজের দাবি / আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি

নতুন যে বার্তা দিলেন ‍মুস্তাফিজ

চমক রেখে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা লঙ্কানদের

২৮ ভরি স্বর্ণ জামায়াত প্রার্থীর, পেয়েছেন বিয়েতে উপহার

বিদেশি পর্যবেক্ষকদের খরচ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা টিআইবির

১০

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের গুঞ্জন নিয়ে যা বলছে অধিদপ্তর

১১

মেশিনেই ফের জকসুর ভোট গণনার সিদ্ধান্ত

১২

চেকপোস্টে ফাঁকি দিয়ে জবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ

১৩

আকাশ গো ওটিটির যাত্রা শুরু

১৪

আগ্রাসন বিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার

১৫

গোয়েন্দা সংস্থাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা অনাকাঙ্ক্ষিত

১৬

বিশ্বকাপ খেলা নিয়ে বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

১৭

তারেক রহমানের নিরাপত্তা টিমে যুক্ত হলেন আরও ৩ জন

১৮

জকসুর ভোট গণনা নিয়ে যা জানাল নির্বাচন কমিশন

১৯

আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার 

২০
X