নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৩:৩৭ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ভাড়াটিয়া গৃহবধূকে ‘কবিরাজি ওষুধ’ খাইয়ে বাসার মালিকের ধর্ষণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নেত্রকোনায় এক ভাড়াটিয়া গৃহবধূকে (৩৭) ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন (৪৭) নামে এক বাসার মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। এর আগে রোববার সন্ধ্যায় শহরের পারলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনোয়ার পৌরসভার পারলা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ওই নারী তার স্বামীসহ পরিবারের সদস্যদের নিয়ে আনোয়ারের বাসায় ভাড়া থাকেন। সম্প্রতি আনোয়ার ওই নারীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন; কিন্তু তিনি এতে রাজি না হওয়ায় আনোয়ার তার ওপর ক্ষিপ্ত হন।

কয়েক মাস ধরে আনোয়ার নিজ বাসায় ভেষজ ওষুধের মাধ্যমে কবিরাজি চিকিৎসা করে আসছিলেন। ২৩ মার্চ বেলা ১১টায় ওই নারীকে আনোয়ার চিকিৎসার নাম করে ভেষজ ওষুধ খাওয়ান। একপর্যায়ে ওই নারী অচেতন হয়ে পড়লে তিনি তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

পরে জ্ঞান ফিরলে আনোয়ার ওই নারীকে বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেন। এরপর ২৪ ও ২৫ মার্চ তাকে আবারও ধর্ষণ করেন আনোয়ার। রোববার সকালে বিষয়টি ওই নারী তার স্বামীকে জানান। পরে তার স্বামী স্থানীয়দের জানালে তারা আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।

ওই নারী ও তার স্বামী রোববার বিকেলে নেত্রকোনা মডেল থানায় গিয়ে পুলিশকে সবকিছু খুলে বলেন। পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যায় অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমনে মামলা করেন।

পুলিশ হেফাজতে থাকায় এ ব্যাপারে আনোয়ারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে আনোয়ারের এক স্বজন বলেন, আনোয়ার এ কাজ করেছেন বিষয়টি আমাদের বিশ্বাস হয় না। হয়তো তাকে হয়রানি ও বিপদে ফেলতে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান জানাচ্ছি, তারা যেন নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত করে।

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় আনোয়ারকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

আইইউবিএটির সমাবর্তনে বৈশ্বিক শিক্ষার ওপর গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার

রাষ্ট্র, ক্ষমতা ও নীরবতার সময় ডাভোসে ট্রাম্প

ভারত বিশ্বকাপের অ্যাক্রিডিটেশন বাতিল, প্রতিক্রিয়ায় যা বললেন সাংবাদিকরা

এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি বানানোর নয়, রাষ্ট্র বিনির্মাণের :  রবিউল

পাগড়ি পরিয়ে ৩৫ কোরআনে হাফেজকে সম্মাননা

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নুরুদ্দিন অপুর ধানের শীষের সমর্থনে এক হলেন শরীয়তপুর ৩ আসনের সব দল

১০

ডাকসু সদস্য সর্বমিত্র চাকমাকে শোকজ

১১

আশি বছর বয়সী তুতা মিয়ার জীবন কাটে রিকশার প্যাডেলে

১২

নির্বাচনী প্রতিশ্রুতি নয়, জনগণের প্রতি দায়বদ্ধতা : রবিন

১৩

বিএনপি নেতা আনম সাইফুলের মা জাহানারা বেগম আর নেই

১৪

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না আমিরাত

১৫

সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে : জামায়াত আমির

১৬

যে কোনো সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই : জেলেনস্কি

১৭

ইরান ইস্যুতে ইরাক থেকে হুমকি পেল যুক্তরাষ্ট্র

১৮

বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

১৯

স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরিতে বাড়ল ৫ হাজার

২০
X