রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধ ইসরাইলকে গুঁড়িয়ে দিন : ড. কেরামত আলী

গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি : কালবেলা
গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি : কালবেলা

বিশ্ব মুসলিম নেতাদের উদ্দেশ্যে রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী বলেছেন, গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ ও বর্বরতা বন্ধ এবং ফিলিস্তিনকে রক্ষার জন্য পুরো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে অবিলম্বে ইসরাইল অভিমুখে মার্চ করুন এবং অবৈধ ইসরাইলকে গুঁড়িয়ে দিন। অন্যথায় আপনাদের এ নিষ্ক্রিয়তা, অলসতা একদিন আপনাদের ঘাড়েও চেপে বসবে।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে রাজশাহী নগরীতে রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন তিনি। এর আগে বিক্ষোভ মিছিলটি সাহেব বাজার বড় মসজিদ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ড. মাওলানা কেরামত আলী বলেন, গাজায় নিরপরাধ নিষ্পাপ শিশুদের ওপর যে বর্বরতা চালানো হচ্ছে তা চরম মানবাধিকারের লঙ্ঘন। আমরা দেখছি, মানবতার ধুয়া উড়ানো বিশ্ব মোড়লরা নিশ্চুপ। মসজিদুল আকসা এবং ফিলিস্তিনকে রক্ষা করার জন্য ওআইসি গঠন করা হয়েছিল। কিন্তু ওআইসি আজ মৃতপ্রায়। এ নির্জীব ওআইসি আমাদের প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, মানবতার দুশমন ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইতিহাসের নিকৃষ্টভাবে একের পর এক হামলা চালিয়ে নারী-শিশুসহ নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা করছে। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরাইল গাজায় এ নির্মম বর্বরতা চালিয়ে যাচ্ছে। তাদের মদদ দিচ্ছে মানবতার বুলি আওড়ানো জাতিসংঘ ও আমেরিকা।

জামায়াতের এ নেতা বলেন, ইহুদিবাদীদের সব ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে দেশবাসী ও নতুন প্রজন্মকে ইসরায়েলি পণ্যসহ যেসব রাষ্ট্র তাদের মদদ দিচ্ছে তাদের সবকিছু বয়কট করার উদাত্ত আহ্বান জানাই। দখলদার ইসরাইলি বাহিনীকে অস্ত্রসহ যে কোনো ধরনের সহযোগিতা বন্ধ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।

রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, মহানগরীর ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, মহানগরীর সেক্রেটারি ইমরান নাজির।

এ সময় আরও উপস্থিত ছিলেন- এনডিএফের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক একেএম সরোয়ার জাহান প্রিন্স, তৌহিদুর রহমান সুইট, সিরাজুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইয়াহিয়া, আমিনুল ইসলাম, কামরুজ্জামান সোহেল, ডা. হাসানুজ্জামান, সালাউদ্দিন আহমদ, হাফেজ নুরুজ্জামান, মাওলানা রুহুল আমিন, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ভিপি-জিএসসহ চাকসুর হল সংসদের মিশ্র জয়ে এগিয়ে ছাত্রদল

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা

পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট

বিকেল চারটার মধ্যে আগুন নির্বাপন হবে

শ্রীমঙ্গলে কালবেলার বর্ষপূর্তি উদযাপন

সেন্টমার্টিনে রাতযাপনের বিষয়ে যা বললেন রিজওয়ানা

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

লবণাক্ত পানির কারণে স্বাস্থ্যঝুঁকিতে কুয়েট শিক্ষার্থীরা, দেখা দিয়েছে চর্মরোগ

নাটোরে তিন দফা দাবিতে শিক্ষকদের বিক্ষোভ মিছিল

বিএনপি মহাসচিবের যে আশ্বাসে সন্তুষ্ট আন্দোলনরত শিক্ষকরা

১০

স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, অতঃপর...

১১

প্রথম ম্যাচ জয়ের পর বাংলাদেশের স্কোয়াডে এলো পরিবর্তন

১২

মাঝ সমুদ্রে বিস্ফোরণের পর এলএনজি ট্যাংকারে আগুন

১৩

হোয়াটসঅ্যাপে নাম-নম্বর গোপন রেখে করা যাবে চ্যাটিং, কবে আসছে এই সুবিধা?

১৪

জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি

১৫

জুলাই সনদ নিয়ে যা বলছেন শায়খ আহমাদুল্লাহ

১৬

১৭৬.৫ কিমিতে বল, শোয়েব আখতারের রেকর্ড কি ভেঙে ফেললেন স্টার্ক!

১৭

গোখরার ছোবলে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

১৮

‘বিএনপিকে গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না’

১৯

মাছঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড

২০
X