সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩
নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

কালিয়া থানা। ছবি : কালবেলা
কালিয়া থানা। ছবি : কালবেলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলায় দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কালিয়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

নিহত ওই ব্যক্তির নাম ফরিদ মোল্যা (৫০)। তিনি কাঞ্চনপুর গ্রামের মৃত সুরত মোল্যার ছেলে। তিনি স্থানীয় একটি ইটভাটায় কাজ করতেন। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফরিদ মারা যান।

আফতাব মোল্যা পক্ষের আহতরা হলেন- করিম মুন্সি (৪৯), ফরিদ মোল্লা (৫৭), হুসাইন শেখ (১৮), আশরাফ মোল্লা (৫০), বশির মুন্সি (৪৫), করিম মুন্সী (৩৭), জালাল মুন্সি (৪৭)। তাৎক্ষণিক বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

মিলন মোল্যা পক্ষের আহতরা হলেন- তৌহিদ মোল্লা (৫০), আলমিস শেখ (৩৫) নিরব মোল্লা (১২), হাসিব মোল্লা (১৫), কিবরিয়া শেখ (২৮), ওসমান মোল্লা (১৫), কামাল কাজী (৪০), তরিক শেখ (২৪), জাকারিয়া শেখ (২৫), দিদার শেখ (১৮)। তাৎক্ষণিক বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাঞ্চনপুর গ্রামে দুটি পক্ষ রয়েছে। একপক্ষের নেতৃত্ব দেন ওই এলাকার মিলন মোল্যা, আরেকটি পক্ষ চালান আফতাব মোল্যা। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে এ দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এর আগে দুপক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে মিলনের অনুসারী সানোয়ার নামের এক সমর্থকের ওপর হামলা করেন প্রতিপক্ষের লোকজন। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় আফতাব মোল্যার বাড়িতে হামলা চালান মিলনের লোকজন। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হন। তাদের মধ্যে আফতাবের পক্ষের ফরিদের অবস্থা ছিল গুরুতর। স্থানীয় লোকজন উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছু সময় পর তার মৃত্যু হয়।

শুক্রবার রাত ১১টার দিকে কালিয়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, স্থানীয় দুটি পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

বেলুচিস্তানে ভারত-পাকিস্তান তীব্র গোলাগুলি, নিহত ৩

কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি : তারেক রহমান

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য 

১০

স্বর্ণের দামে নতুন ইতিহাস, সোমবার থেকে কার্যকর

১১

ডিবির জালে আটক মাদক সম্রাট স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল

১২

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই : সালাহউদ্দিন

১৩

পাকিস্তানি সেনাদের সহযোগিতাকারীরা ভোটের জন্য এসেছে : মির্জা ফখরুল

১৪

এবার ক্রিকেটারদের সঙ্গে ‘বৈঠকে’ বসছে পাকিস্তানও, উত্তেজনা তুঙ্গে 

১৫

‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ মন্তব্যের জেরে আইনি পথে যাচ্ছে ডাকসু

১৬

যানজট ও নাগরিক ভোগান্তি কমাতে পদক্ষেপ নেওয়া হবে : হামিদ

১৭

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে : দুলু

১৮

জবির প্রশাসনিক ভবনে তালা, টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য-কোষাধ্যক্ষ

১৯

মার্কিন হামলার আশঙ্কায় বাঙ্কারে আশ্রয় নিয়েছেন খামেনি

২০
X