নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

কালিয়া থানা। ছবি : কালবেলা
কালিয়া থানা। ছবি : কালবেলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলায় দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কালিয়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

নিহত ওই ব্যক্তির নাম ফরিদ মোল্যা (৫০)। তিনি কাঞ্চনপুর গ্রামের মৃত সুরত মোল্যার ছেলে। তিনি স্থানীয় একটি ইটভাটায় কাজ করতেন। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফরিদ মারা যান।

আফতাব মোল্যা পক্ষের আহতরা হলেন- করিম মুন্সি (৪৯), ফরিদ মোল্লা (৫৭), হুসাইন শেখ (১৮), আশরাফ মোল্লা (৫০), বশির মুন্সি (৪৫), করিম মুন্সী (৩৭), জালাল মুন্সি (৪৭)। তাৎক্ষণিক বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

মিলন মোল্যা পক্ষের আহতরা হলেন- তৌহিদ মোল্লা (৫০), আলমিস শেখ (৩৫) নিরব মোল্লা (১২), হাসিব মোল্লা (১৫), কিবরিয়া শেখ (২৮), ওসমান মোল্লা (১৫), কামাল কাজী (৪০), তরিক শেখ (২৪), জাকারিয়া শেখ (২৫), দিদার শেখ (১৮)। তাৎক্ষণিক বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাঞ্চনপুর গ্রামে দুটি পক্ষ রয়েছে। একপক্ষের নেতৃত্ব দেন ওই এলাকার মিলন মোল্যা, আরেকটি পক্ষ চালান আফতাব মোল্যা। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে এ দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এর আগে দুপক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে মিলনের অনুসারী সানোয়ার নামের এক সমর্থকের ওপর হামলা করেন প্রতিপক্ষের লোকজন। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় আফতাব মোল্যার বাড়িতে হামলা চালান মিলনের লোকজন। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হন। তাদের মধ্যে আফতাবের পক্ষের ফরিদের অবস্থা ছিল গুরুতর। স্থানীয় লোকজন উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছু সময় পর তার মৃত্যু হয়।

শুক্রবার রাত ১১টার দিকে কালিয়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, স্থানীয় দুটি পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি সরকার গঠন করলে ব্যবসার পরিবেশ সহজ হবে : মিন্টু

বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

‘ভাই ব্যবসা’ নয়, রাজনীতিতে যোগদানের কারণ জানালেন স্নিগ্ধ

৩০০ কিলোমিটার রিকশা চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিলেন ৭৫ বছরের বৃদ্ধ

বাংলাদেশ ইস্যুতে এবার মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি

জামায়াতের যে বক্তব্যকে অহংকারের নমুনা বললেন বিএনপি নেতা

গাভিন গরু জবাই করে মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা

ল্যাবএইড ক্যানসার হাসপাতালে চাকরির সুযোগ

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট বিষয়ে নতুন নির্দেশনা

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে বড় নিয়োগ

১০

ম্যানেজার পদে চাকরি দিচ্ছে আকিজ বশির গ্রুপ

১১

মিষ্টি ও জাঙ্কফুডের লোভ কমানোর ১১ সহজ উপায়

১২

বিশ্বকাপের ‘টিকিট’ কেটে প্রথম প্রতিক্রিয়ায় যা জানাল স্কটল্যান্ড

১৩

ইরানে হামলার প্রস্তুতির শেষ ধাপে যুক্তরাষ্ট্র

১৪

ইসরায়েলে গেলেন ট্রাম্পের প্রতিনিধি, গাজা ইস্যুতে বৈঠক

১৫

প্রবল বাতাসে গ্রিনল্যান্ডে বিদ্যুৎ বিপর্যয়

১৬

ফেনীতে তারেক রহমানের সমাবেশে জনস্রোত, স্লোগানে উত্তাল সমাবেশস্থল

১৭

১০১ বছর বয়সে রাত জাগা, জাঙ্ক ফুডের অভ্যাসেও সুস্থ তিনি

১৮

ডাকসু প্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

১৯

ঢাবিতে চাঁদাবাজি-উচ্ছেদের অভিযোগ, তদন্ত কমিটি গঠন 

২০
X