খুলনা ব্যুরো
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৬:৩৯ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমা চেয়ে জাতীয় পার্টির ৩ নেতার পদত্যাগ

সংবাদ সম্মেলনে সদ্য পদত্যাগকারী জাতীয় পার্টির নেতারা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে সদ্য পদত্যাগকারী জাতীয় পার্টির নেতারা। ছবি : কালবেলা

জনগণের কাছে ক্ষমা চেয়ে খুলনায় জাতীয় পার্টির ৩ নেতা পদত্যাগ করেছেন। শনিবার (১২ এপ্রিল) খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন- জাতীয় পার্টির সাবেক মহানগর সভাপতি আবদুল গফফার বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা শওকত হোসেন বাবুল ও অ্যাড. এসএম মাসুদুর রহমান।

দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় থাকার পর পদত্যাগ প্রসঙ্গে তারা বলেন, ভুল স্বীকার ও ক্ষমা চাওয়া রাজনৈতিক সংস্কার ও শিষ্টাচার। আমরা রাষ্ট্রের পূর্ণ সংস্কার চাই, যাতে ভবিষ্যতে জনগণের দোহাই দিয়ে আর কোনো স্বৈরশাসক জাতির কাঁধে চেপে বসতে না পারে।

নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তারা বলেন, আপাতত নেই। তবে রাজনীতি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

জানা গেছে, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে এই তিন নেতা দীর্ঘদিন ধরে পার্টির মধ্যে কোণঠাসা ছিলেন। বর্তমানে খুলনা জাতীয় পার্টিতে তাদের কোনো পদ নেই। গত বছর দ্বাদশ সংসদ নির্বাচনের আগে জাতীয় পার্টির রওশন এরশাদ অনুসারীরা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে যে কমিটি করেছিলেন তাতে এই তিনজনের নাম ছিল।

জাতীয় পার্টি থেকে সদ্য পদত্যাগ করা সাবেক মহানগর সভাপতি আবদুল গফফার বিশ্বাস এর আগেও কয়েকবার বিএনপি ও জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছিলেন। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, মহানগর বিএনপির সহসভাপতি থাকা অবস্থায় অপারেশন ক্লিন হার্ট শুরু হয়। অসংখ্য মানুষ নির্যাতন ও হত্যা করা হয়। এর প্রতিবাদে পদত্যাগ করি।

উল্লেখ্য, বিগত ১৫ বছর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে লিয়াঁজো করে খুলনা মোটর বাস মালিক সমিতি, নিউ মার্কেট দোকান মালিক সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন আবদুল গফফার বিশ্বাস। মাসুদুর রহমানও সরকারি আইনজীবী হিসেবে দীর্ঘদিন আদালতে দায়িত্ব পালন করেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ওই সময় আওয়ামী লীগের অপকর্মের বিষয়ে আমি সবচেয়ে বেশি সোচ্চার ছিলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলদীপের ঘূর্ণিতে ফলোঅন, তবু লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ

শেবাচিমে আধুনিক ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চালু

যমুনা টিভির সিইওকে নিয়ে মিথ্যাচার

রিজওয়ান-সালমানের জুটিতে প্রথম দিনে স্বস্তিতে পাকিস্তান

বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে : দুলু

লিবিয়ার উপকূলে ৬১ অভিবাসীর মরদেহ উদ্ধার

উপদেষ্টার পরিদর্শনের পর ঢাকা-সিলেট মহাসড়কে নেই যানজট

যুবককে খুঁটিতে বেঁধে মারধর, গায়ে আগুন দিয়ে হত্যাচেষ্টা

দোহায় হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনার বহু প্রতীক্ষিত ফিনালিসিমা!

অস্থায়ী ভিসার ৮২ পেশার তালিকা তৈরি করেছে যুক্তরাজ্য

১০

মাউশি ভেঙে হচ্ছে পৃথক অধিদপ্তর, নাম কী?

১১

আমি ষড়যন্ত্রের শিকার : ছাত্রদল নেতা শাওন

১২

আফগানিস্তানের ২০০’র বেশি সৈন্য নিহত, পাকিস্তানির দাবি

১৩

১০ দলের বিষয়ে অধিকতর তদন্ত করছে ইসি

১৪

ট্রাম্পের গাজা শান্তি সম্মেলনে ডাকা হয়েছে মোদিকে!

১৫

সোনারগাঁওয়ে ওলামা সম্মেলন অনুষ্ঠিত

১৬

চট্টগ্রাম থেকে থাই এয়ারওয়েজের ফ্লাইট চালুর সম্ভাবনা

১৭

পে-স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের যেসব দাবি

১৮

চাকসু নির্বাচনের সব প্রস্তুতি শেষ, সর্বাবস্থায় সংরক্ষিত থাকবে সিসিটিভি ফুটেজ

১৯

তরুণদের নেতৃত্বে গড়ে উঠবে নতুন দৌলতপুর : শরিফ উদ্দিন জুয়েল

২০
X