চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর মাথাভাঙ্গা নদীতে ভেসে উঠল মোস্তফার আলী (২৪) নামে এক দোকান কর্মচারীর মরদেহ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকাল তিনটায় আলমডাঙ্গা উপজেলার বাঁশবাড়িয়ায় মাথাভাঙ্গা নদীর ফেরিঘাট থেকে নিহতের মরদেহ উদ্ধার করে আলমডাঙ্গা থানা পুলিশ।
আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোস্তফা আলী আলমডাঙ্গা হারদী ইউনিয়নের মোড়ভাঙ্গা গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে।
আলমডাঙ্গা থানার ওসি জানান, মোস্তফা আলী গত ১৪ আগস্ট নিখোঁজ হয়। পরে ১৫ আগস্ট এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি জিডি লিপিবদ্ধ করা হয়। এরপর গতকাল বৃহস্পতিবার মাথাভাঙ্গা নদীতে একটি অর্ধগলিত মরদেহ ভেসে উঠে। খবর পেয়ে মোস্তফার ভাই ঘটনাস্থলে গিয়ে পরনের পোষাক দেখে তার লাশ শনাক্ত করেন।
তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন