সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ১০:২০ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

বাকিতে চা না দেওয়ায় দোকানদারকে খুন!

দোকানি মোশারফ হোসেন ফকির। ছবি : সংগৃহীত
দোকানি মোশারফ হোসেন ফকির। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের সদর ব্যাপারীপাড়ায় বাকিতে চা না দেওয়াকে কেন্দ্র করে দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। পরে হাসপাতালে নেওয়া হলে ওই দোকানির মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত কাউসারকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

নিহত দোকানি মোশারফ হোসেন ফকির (৫০) বরিশালের উজিরপুর উপজেলার কাজিরা গ্রামের বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জের সদর বেপারীপাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে বেপারীপাড়ায় মোশারফের চায়ের দোকানে ওই ঘটনা ঘটে।

নিহতের ছেলে দ্বীন ইসলাম বলেন, ‘কাউসার নামের এক বখাটে যুবক দোকানে এসে চা খেতে চান। কিন্তু তিনি টাকা দিতেন না। বাবা বলেন, ‘‘তুমি চা খাও কিন্তু টাকা দাও না। আজকে চা পাবে না।’’ এই কথা বলায় কাউসার ক্ষিপ্ত হয়ে বাবাকে কিল-ঘুষি দিয়ে আহত করেন।’

স্থানীয় বাসিন্দারা জানান, আহত অবস্থায় চা দোকানি মোশারফকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনরা তাকে বাসায় নেওয়ার পর অবস্থার অবনতি হলে আবারও তাকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।

তবে নিহতের মামাতো ভাই সোহাগ শেখের বর্ণনায় কিছুটা ভিন্নতা পাওয়া গেছে। তিনি বলেন, ‘ওই এলাকার কাউসার নামের এক বখাটে বিভিন্ন দোকানে চা-সিগারেট বাকি খেয়ে টাকা দেন না। আমার ভাইয়ের দোকানেও বিভিন্ন সময় চা-সিগারেট বাকি খেয়ে টাকা দেননি। ঘটনার সময় ভাই তার কাজে দোকান বন্ধ করার সময় কাউসার তাকে দোকান খুলে কিছু দিতে বলেন। তখন ভাই বলেন, ‘‘এখন চলে যাও, দোকান বন্ধ করছি। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে তিনি ভাইকে ঘুষি ও মারধর করেন।’

এ ছাড়া কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দোকান পরিষ্কার করা সময় কাউসারের শরীরে ময়লা পড়ে। এ নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কাউসার ঘুষি মারলে মোশারফ মাটিতে লুটিয়ে পড়েন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।’

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ‘মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। অভিযুক্ত কাউসারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেদের বিপক্ষে আবারও মাঠে নামবে মেয়েরা, সূচি চূড়ান্ত

সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

নির্মাতার হুমকি-ধমকিতেই কি ইন্ডাস্ট্রি ছেড়ে দিচ্ছেন রিপা?

সংশোধনী অধ্যাদেশ জারি  / রাজস্বনীতি বিভাগের সচিব হবেন শুল্ক-করের অভিজ্ঞ ব্যক্তি

বিমানবন্দরের কাছে বুড়িমারি এক্সপ্রেস লাইনচ্যুত

সমন্বয়কদের গ্রেপ্তার নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন রাজসাক্ষী মামুন

আফগানিস্তানে নিহত বেড়ে ১১২৪, আহত ছাড়াল ৩ হাজার

সাদা পাথর লুটে অভিযুক্তদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান শুরু

‘গণধর্ষণে’র হুমকিদাতা শিক্ষার্থীর শাস্তি দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের

১৯ বগি ফেলে চলে গেল পর্যটক এক্সপ্রেস

১০

পান চাষিদের মাথায় হাত

১১

পেট ফুলে থাকা, ব্যথা, গ্যাস? কখন ডাক্তার দেখানো উচিত জেনে নিন

১২

অক্টোবরে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ চূড়ান্ত

১৩

ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু

১৪

গাজায় ইসরায়েলি হামলা নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

১৫

আবুল খায়ের গ্রুপে বড় নিয়োগ, আজই আবেদন করুন

১৬

দেশকে অস্থিতিশীল করার নির্দেশনা, ষড়যন্ত্র স্বীকার করছেন মিজানুর

১৭

নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল 

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটলেন জামায়াত নেতা

১৯

যে ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

২০
X