শরীয়তপুরের জাজিরায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগীর বাবা।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে জাজিরা থানায় রাকিব মাদবর (২২) নামে এক যুবকের নামে ওই মামলা করা হয়।
মামলার বিবরণে বলা হয়, প্রতিবেশী রাকিব ১৩ বছর বয়সী ওই শিশুকে স্কুলে যাওয়ার সময় উত্ত্যক্ত করতেন। সোমবার (২১ আগস্ট) দুপুরে রাকিব শিশুটিকে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে হত্যারও হুমকি দেওয়া হয়।
মামলার পর পুলিশ শারীরিক পরীক্ষার জন্য শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে অভিযুক্তের বাবা রাজা মাদবর বলেন, ‘আমার ছেলে যদি এ ধরনের কাজ করে তাহলে আমার ছেলের সঙ্গে এ মেয়ের বিয়ে দিতে চাই। এ ছাড়া আমাদের আর করার কিছুই নেই।’
ভুক্তভোগীর বাবা বলেন, ‘এ ছেলে ও তার পরিবার আমার মেয়েকে মেরে ফেলবে। তাই আমি তার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব না। আমি রাকিব মাদবরের কঠিন বিচার চাই।’
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্ত রাকিব মাদবরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নিয়ে মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠাই। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন