কিশোরগঞ্জ ও ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৪:০১ এএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৪:০২ এএম
অনলাইন সংস্করণ

ছেলেধরা সন্দেহে শিশু সন্তানের সামনে বাবাকে মারধর

হামলায় আহত সোহেল মিয়া ও তার শিশু মেয়ে লাইসা আক্তার। ছবি : সংগৃহীত
হামলায় আহত সোহেল মিয়া ও তার শিশু মেয়ে লাইসা আক্তার। ছবি : সংগৃহীত

হঠাৎ শিশুর কান্না শোনে জনগণ। তাতেই বাধে বিপত্তি। অতি উৎসাহী জনতা ছেলেধরা সন্দেহে শিশুর সঙ্গে থাকা বাবাকে বেধড়ক মারধর করেছে। আহত সোহেল মিয়া স্ত্রীর খোঁজে নেমে এমন বিপাকে পড়েন।

রোববার (১৩ এপ্রিল) বিকাল ৩টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচরের রামদী ইউনিয়নের তাতারকান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সোহেল মিয়াকে (৩০) পুলিশ উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।

সোহেল মিয়া কিশোরগঞ্জ পৌর শহরের হারুয়া সওদাগর পাড়ার জজ মিয়ার ছেলে। ঘটনার সময় তিনি তিন বছর বয়সী শিশু সন্তান লাইসাকে নিয়ে অটোরিকশাযোগে আগরপুর বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পরে শিশুটি চিৎকার করলে স্থানীয় লোকজন ছেলেধরা সন্দেহে অটোরিকশার গতিরোধ করে তাকে মারধর করে। খবর পেয়ে থানা পুলিশ এসে উদ্ধার করে তাদের দুজনকে নিয়ে যায়।

এ বিষয়ে উপজেলার রামদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জামাল উদ্দিন বলেন, শিশুটির বাবাকে ছেলেধরা সন্দেহ করে লোকজন মারধর করেছে।

পুলিশ জানায়, প্রায় ১০ বছর আগে সোহেল তার প্রতিবেশী লালন মিয়ার মেয়ে সাবিনা আক্তারকে বিয়ে করেন। তার সংসারে সজিব (৮), লাইসা আক্তার (৩) এবং ৭ মাসের আরেকটি কন্যাসন্তান রয়েছে।

কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) শুভ আহমেদ বলেন, উদ্ধারের পর সোহেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সোহেলের স্ত্রী কোলের সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ায় ভৈরবে তার এক আত্মীয়র বাসায় গিয়েছিলেন স্ত্রীর খোঁজে।

সোহেলের প্রতিবেশীরা জানান, স্ত্রীর সঙ্গে তার প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকে। ঝগড়া করে তার স্ত্রী সাবিনা প্রায়ই বাড়ি ছেড়ে আত্মীয়র বাসায় আশ্রয় নেন। আগে তার নৈতিক সমস্যা থাকলেও এখন সোহেল ভালো হওয়ার চেষ্টা করছেন। ফেরি করে বিভিন্ন এলাকায় প্লাস্টিকের মালামাল বিক্রি করেন তিনি।

এ ব্যাপারে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, সোহেল ও তার মেয়ে লাইসাকে রাত ৯টার দিকে জিডি মূলে তার মা, বাবা ও ভাই-বোনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। লোকজন ভুল বুঝে তাকে মারধর করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে দেশ ছাড়ার মতো অবস্থায় তারকা খেলোয়াড়

নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার লাভবান হবে : ডা. জাহিদ 

থানা হাজতে যুবকের মৃত্যু, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

সাড়ে ১০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

বাড়িভাড়ার কথা বলে ঘরে প্রবেশ, হাত-পা বেঁধে লুটের পর বৃদ্ধাকে হত্যা

লরি উল্টে প্রাইভেটকারের ওপর, নিহত ৪

‘২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় থাকবে সাদা পাথর এলাকা’

তোপের মুখে স্বাধীন খসরু

দুটির বদলে একটি মিষ্টি পেয়ে মন্ত্রীকে ফোন, অতঃপর...

টানা ১০ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

১০

জাহান্নামের দরজা শিগগির খুলবে : ইসরায়েল

১১

আ.লীগ কর্মীর বাড়িতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ 

১২

ক্রিকেট ইতিহাসে এই রেকর্ড করতে পারেনি আগে কেউ

১৩

সিনেমা বানিয়ে তাক লাগাতে চান জয়

১৪

জাতীয় দলেও নেই, ক্লাবেও নেই—গারনাচোর ভবিষ্যৎ অন্ধকার

১৫

বৈরী আবহাওয়াও আটকাতে পারেনি তাদের

১৬

দেয়াল টপকে সংসদে ঢোকার চেষ্টা, অভিযুক্ত আটক

১৭

উদ্বোধনের পরদিনই ৯২৫ কোটি টাকার সেতু থেকে ল্যাম্পপোস্টের তার চুরি

১৮

বাড়ল আকরিক লোহার দাম 

১৯

মেলবোর্ন স্টেডিয়ামে বিপিএল খেলা পাক ক্রিকেটারের নামে স্ট্যান্ড

২০
X