সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৫:২৫ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে

উল্লাপাড়া মডেল থানা। ছবি : কালবেলা
উল্লাপাড়া মডেল থানা। ছবি : কালবেলা

সিরাজগঞ্জে থানার প্রধান ফটকের সামনে বিএনপি নেতা আজাদ হোসেনকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। আজাদ হোসেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে উল্লাপাড়া পৌর এলাকার থানার মোড়ে এ ঘটনা ঘটে। আহত আজাদকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা আজাদ হোসেন উপজেলা মসজিদে জুমার নামাজ শেষে থানার প্রধান ফটকের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় উল্লাপাড়া পৌর জামায়াতের সদস্য হাফিজুরের নেতৃত্বে কয়েকজন অতর্কিত তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

উল্লাপাড়া থানার এসআই আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করে বলেন, বিএনপি নেতা আজাদ হোসেনের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। তারা মাথা কেটে জখম হয়েছে। এ ঘটনার প্রতিবাদে থানার সামনে দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলও করেছেন।

উল্লাপাড়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক বলেন, জামায়াত নেতারা পৌর বাস টার্মিনাল থেকে টোল আদায় করে। তারা বৃহস্পতিবার টার্মিনালের মালিক সমিতির দখল নিয়ে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নামিয়ে ফেলে। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তাদের সরিয়ে দিই। এ ঘটনার জেরে আজ দুপুরে জামায়াত নেতা হাফিজুর, রাশেদ ও আল-আমিনসহ বেশ কয়েকজন আজাদের ওপর অতর্কিত হামলা চালায়। হাফিজুর তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, হাফিজুরের সঙ্গে বিএনপি নেতা আজাদের ব্যক্তিগত দ্বন্দ্ব। জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক বিষয় নিয়ে এ ঘটনা ঘটেনি। তবে এ ঘটনার জেরে আমার ভাই কৃষি ব্যাংকে কর্মরত গোলাম মোস্তফাকে বিএনপি নেতাকর্মীরা ধরে থানায় নিয়ে গেছে।

সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত সূত্রধর বলেন, জুমার নামাজ শেষে আজাদ হোসেন তার কয়েকজন লোকের সঙ্গে থানার গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। ওই সময় তার পাশেই দাঁড়িয়ে ছিল ৪/৫ জন ছেলে। এ সময় কালো পাঞ্জাবি ও মাথায় টুপি পরা একটা ছেলে হঠাৎ আজাদ হোসেনকে ঘুষি মারে। নিজেকে রক্ষার্থে তিনি যখন দৌড় দেন, তখন হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হয়। যে আঘাত করেছে আমরা তার পরিচয় জানতে পেরেছি। তাকে আটকের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাজা এনায়েতপুর দরবার শরিফের পীরের ইন্তেকাল

বিপিএল নিলামে ২৫০ বিদেশি—প্রতি দলে খরচ ৯ কোটি

একটি দল দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে : মির্জা ফখরুল 

প্রথম নারী পুলিশ সুপার পেল বরিশাল

জ্বালানি লোডিংয়ের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

আগামী শনিবার পূর্ণাঙ্গ ‘মক ভোটিং’ : ইসি সচিব

বিপিএল শুরুর সময় জানাল বিসিবি

ব্যক্তিত্বের সুরক্ষায় আদালতের দ্বারস্থ শিল্পা শেঠি

শততম টেস্টের পর বড় সুখবর পেলেন মুশফিক

পে স্কেল নিয়ে নতুন তথ্য

১০

খালেদা জিয়ার সুস্থতা চেয়ে ফুল পাঠালেন চীনা রাষ্ট্রদূত

১১

কমনওয়েলথ স্কলারশিপে একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান ব্র্যাক ইউনিভার্সিটি

১২

হাসিনার প্রত্যর্পণে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা

১৩

হাত-পা হঠাৎ ঠান্ডা হয়ে আসে, এটি কীসের লক্ষণ?

১৪

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ১৭৫৫

১৫

গলা কাটার পর বিএনপি কর্মীকে মুখ পুড়িয়ে হত্যা

১৬

রস ছাড়াই গুড় তৈরি, পাঁচ কারখানাকে জরিমানা

১৭

হংকংয়ে আবাসিক ভবনে আগুন, নিহত ১৩

১৮

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৬১৫

১৯

কাটা ধানে আগুন / ‘ধারদেনা করে লাগিয়েছি, এক মুহূর্তেই সব শেষ’

২০
X