গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

বড় ভাইয়ের লোকজনের ধাওয়ায় পালিয়েও বাঁচতে পারল না ছোট ভাই

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

ময়মনসিংহের গৌরীপুরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লোকজনের ধাওয়ায় পালাতে গিয়ে ছোট ভাই মো. আবেদ আলী নামে একজন নিহত হয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হিম্মত নগর গ্রামে এই ঘটনা হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে বড় ভাই ছাবেদ আলীকে আটক করেছে।

নিহত বৃদ্ধ উপজেলার হিম্মতনগর গ্রামের মৃত সমীর খাঁর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মো. আবেদ আলীর পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল বড় ভাই ছাবেদ আলীর পরিবারের। গত শুক্রবার ওই বিরোধপূর্ণ জমিতে খুঁটি পুঁতে রেখে যায় ছাবেদ আলীর পরিবারের লোকজন। শনিবার ওই খুঁটিকে কেন্দ্র করে দুই ভাইয়ের পরিবারের ফের কথাকাটাকাটি হয়। একপর্যায় ছাবেদ আলীর পরিবারের লোকজন আবেদ আলীর বাড়িতে হামলা করে।

এ সময় আবেদ আলী প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিলে প্রতিপক্ষের লোকজন আবার ওই বাড়িতেও হামলা চালায়। সেখান থেকে ছাবেদ আলী পালিয়ে যান। পরে পাশের পালান্দর গ্রামের একটি রাস্তায় ছাবেদ আলীকে অচেতন অবস্থায় দেখে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী খোদেজা আক্তার বলেন, আমাদের সঙ্গে ছাবেদ আলীর জমি নিয়ে বিরোধ চলছিল। তিনি ওই বিরোধপূর্ণ জমি দখল করতে গেলে ঝগড়া বাধে। আমার স্বামী বলেন, জমি যদি থাকে তাহলে বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু তারা আমাদের কথা না শুনে বাড়িতে হামলা করে। তাদের ধাওয়া খেয়ে পালাতে গিয়েও আমার স্বামী প্রাণে বাঁচতে পারল না। আমি এর বিচার চাই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হারুন অর রশিদ বলেন, হাসপাতালে আনার আগেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। মরদেহের ঘাড়ে আঁচড় ও বাঁ হাতের আঙুলে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

গৌরীপুর থানার ওসি মির্জা মাজহারুল আনোয়ার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। একজনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবগাঁও কলেজে শতভাগ ফেল, অধ্যক্ষ বললেন ‘হতাশাজনক’

আম্মু হাসপাতালে, সবাই দোয়া করবেন : তমা মির্জা

লক্ষ্মীপুরে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের ইতিহাসে এর চেয়ে স্বচ্ছ বিচার কখনো হয়নি : অ্যাটর্নি জেনারেল 

রংপুরে ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা / অনুসন্ধান করে ঘটনার ভেতরের সত্য প্রকাশ করে ‘কালবেলা’ 

৩ ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি

শিক্ষার্থী চারজন, পরীক্ষা দেওয়া দুজনের কেউ পাস করেনি

ধারাবাহিকের মূল ভূমিকায় হেদায়েত উল্লাহ তুর্কী 

রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭০ শতাংশ

খতমে নবুওয়তের চেতনায় সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাক কালবেলা : মুহিউদ্দীন রাব্বানী

১০

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন করবেন যেভাবে

১১

চট্টগ্রামে আগুন ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, ২৫ শ্রমিককে উদ্ধার

১২

চীনে ৩০ পাদরি গ্রেপ্তার, বড় অভিযানের আশঙ্কা

১৩

মোস্তারির অর্ধশতকে অজিদের বিপক্ষে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

১৪

‘ভর্তির পরে সবার বিয়ে হয়ে গেছে, তাই কেউ পাস করেনি’

১৫

সর্বপ্রথম কোথায় আজান হয়েছিল, কার কণ্ঠে?

১৬

নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের পথ মসৃণ হবে : মির্জা ফখরুল

১৭

রাকসু নির্বাচন ঘিরে নানা অভিযোগ ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থীর

১৮

যমুনা ঘেরাও কর্মসূচি স্থগিত, আন্দোলনরত শিক্ষকদের বড় কর্মসূচি ঘোষণা

১৯

গাজায় সৈন্য পাঠাতে যাচ্ছে পাকিস্তান, আজারবাইজান ও ইন্দোনেশিয়া!

২০
X