সিলেট ব্যুরো
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে সড়ক অবরোধ, সেনাবাহিনীর হস্তক্ষেপে যানবাহন চালু

সুনামগঞ্জ-সিলেট  সড়ক থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দেন সেনাবাহিনীর সদস্যরা। ছবি : কালবেলা
সুনামগঞ্জ-সিলেট সড়ক থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দেন সেনাবাহিনীর সদস্যরা। ছবি : কালবেলা

সুনামগঞ্জ মেডিকেল কলেজে দ্রুত হাসপাতালের কার্যক্রম চালু, প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ সময় রাস্তার ওপর থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিতে চাইলে সেনা সদস্যদের ওপর তারা চড়াও হয়।

রোববার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পুলিশ চেষ্টা করেও সড়ক থেকে তাদের সরাতে পারেনি। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে সাড়ে ১১টার সময় তাদের সড়ক থেকে সরিয়ে দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, সেনাবাহিনীর সদস্যরা তাদের ওপর লাঠিচার্জ করেছেন। কারও কারও গায়ে হাত তোলা হয়েছে। বিভিন্ন দাবিতে সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীরা গত মঙ্গলবার থেকে ক্লাস বর্জন করে আন্দোলন করছেন। বিক্ষোভ, মানববন্ধন, সড়ক অবরোধ, স্বাস্থ্য উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১০টায় কলেজের সামনে সুনামগঞ্জ-সিলেট সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে সড়কে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরির মাধ্যমে সড়ক অবরোধ করে তাদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন। তখন সড়কের দুইদিকে অনেক যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে সুনামগঞ্জ থানার পুলিশ এসে শিক্ষার্থীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে আসেন সেনাবাহিনীর সদস্যরা। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, কিন্তু তারা অবরোধ তুলতে রাজি হননি। পরে সেনাবাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দিতে বলপ্রয়োগ করেন। এ সময় শিক্ষার্থীরা সেনা সদস্যদের উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান দেন।

সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের দাবি আমরা শুনেছি। রাস্তা অবরোধ করায় আমরা বাধ্য হয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে ভেতরে দিয়েছি। কিছুটা বলপ্রয়োগ করে তাদের রাস্তা থেকে সরাতে বাধ্য হয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রেষ্ঠত্বের প্রতিধ্বনিতে অনুরণিত হলো ডিবিএল-ব্রাইট সিরামিকসের পথচলা

ধানমন্ডি ৩২-এর ঘটনায় যা বললেন ডিসি মাসুদ 

শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি : আবিদুল ইসলাম

২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়

সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

স্বেচ্ছাশ্রমে বিএনপির সড়ক সংস্কার, ১৫ গ্রামের মানুষের মুখে হাসি

অস্থিরতার মধ্যে বাস করছেন, জানালেন মির্জা ফখরুল

সদরঘাটে সেনাবাহিনীর অভিযানে ককটেল উদ্ধার, আটক ৩ 

মুশফিকের শততম টেস্ট নিয়ে বিসিবির বিশেষ আয়োজন

আজান চলাকালে ইমামের কাঁধে লাফিয়ে উঠল বিড়াল, অতঃপর...

১০

ধানক্ষেতে গিয়ে গণসংযোগ করছেন বিএনপির প্রার্থী

১১

স্কুলছাত্রকে পিস্তল ঠেকিয়ে হুমকি, এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২

১২

শিক্ষিত ও সুশৃঙ্খল প্রজন্মই জাতির ভবিষ্যৎ নির্মাণ করে : ব্যারিস্টার মীর হেলাল

১৩

বিসিবির কমিটিতে বড় পরিবর্তন

১৪

হারুনের মনোনয়ন বাতিল চায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

১৫

তারেক রহমানের হাতে দেশ কখনো পথ হারাবে না : মনিরুল হক চৌধুরী

১৬

‘আমজনগণ পার্টি’ নিয়ে আপত্তি, সিদ্ধান্ত জানাবে ইসি

১৭

আরেক দফা কমলো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর

১৮

সাতক্ষীরা জামায়াতের নয়, ধানের শীষের ঘাঁটি : আব্দুর রউফ

১৯

ভারতের বিপক্ষে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করল বাংলাদেশ

২০
X