সিলেট ব্যুরো
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে সড়ক অবরোধ, সেনাবাহিনীর হস্তক্ষেপে যানবাহন চালু

সুনামগঞ্জ-সিলেট  সড়ক থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দেন সেনাবাহিনীর সদস্যরা। ছবি : কালবেলা
সুনামগঞ্জ-সিলেট সড়ক থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দেন সেনাবাহিনীর সদস্যরা। ছবি : কালবেলা

সুনামগঞ্জ মেডিকেল কলেজে দ্রুত হাসপাতালের কার্যক্রম চালু, প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ সময় রাস্তার ওপর থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিতে চাইলে সেনা সদস্যদের ওপর তারা চড়াও হয়।

রোববার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পুলিশ চেষ্টা করেও সড়ক থেকে তাদের সরাতে পারেনি। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে সাড়ে ১১টার সময় তাদের সড়ক থেকে সরিয়ে দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, সেনাবাহিনীর সদস্যরা তাদের ওপর লাঠিচার্জ করেছেন। কারও কারও গায়ে হাত তোলা হয়েছে। বিভিন্ন দাবিতে সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীরা গত মঙ্গলবার থেকে ক্লাস বর্জন করে আন্দোলন করছেন। বিক্ষোভ, মানববন্ধন, সড়ক অবরোধ, স্বাস্থ্য উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১০টায় কলেজের সামনে সুনামগঞ্জ-সিলেট সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে সড়কে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরির মাধ্যমে সড়ক অবরোধ করে তাদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন। তখন সড়কের দুইদিকে অনেক যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে সুনামগঞ্জ থানার পুলিশ এসে শিক্ষার্থীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে আসেন সেনাবাহিনীর সদস্যরা। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, কিন্তু তারা অবরোধ তুলতে রাজি হননি। পরে সেনাবাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দিতে বলপ্রয়োগ করেন। এ সময় শিক্ষার্থীরা সেনা সদস্যদের উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান দেন।

সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের দাবি আমরা শুনেছি। রাস্তা অবরোধ করায় আমরা বাধ্য হয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে ভেতরে দিয়েছি। কিছুটা বলপ্রয়োগ করে তাদের রাস্তা থেকে সরাতে বাধ্য হয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ফুটবল ও হকি দলকে পুরস্কৃত করছে জাতীয় ক্রীড়া পরিষদ

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

‘স্বাধীনতাবিরোধী ও রাজাকার’ ট্যাবলেট মানুষ আর খায় না : এটিএম আজহার

এমপিও নীতিমালা সংশোধন, এক পদ বিলুপ্ত

শিক্ষার্থীদের মারধরের বিচার ও ক্ষতিপূরণ দাবি ড্যাফোডিল উপাচার্যের

নবীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

হিজড়া জনগোষ্ঠীর সমঅধিকার নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের

অস্ত্রোপচারের পর সম্পূর্ণ সেরে উঠেছেন শ্রেয়াস আইয়ার

বিএনপিকে গাইবান্ধার ৫টি আসনই উপহার দেওয়ার ঘোষণা আমিনুলের

জামায়াতের আমিরের বক্তব্য নিয়ে মন্তব্য, পুবাইল থানার ওসি প্রত্যাহার

১০

২ দিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম, জরুরি বার্তা

১১

পুঁজিবাজারে এসএমই কোম্পানি তালিকাভুক্তিতে ডিএসই-ডিসিসিআই সমঝোতা

১২

জোট করলেও নিজেদের মার্কায় ভোট করব : নুর

১৩

শোকজ নয়, ৩ বিচারপতির কাছে তথ্য চেয়েছেন প্রধান বিচারপতি

১৪

বিভেদ ভুলে ধানের শীষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফিরোজের

১৫

ঘূর্ণিঝড় মেলিসা / ‘কোথাও যাব না’, বলছেন মহাবিপদের মুখে থাকা উপকূলবাসী

১৬

জনরোষের সৃষ্টি হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না সরকার : ধর্ম উপদেষ্টা

১৭

স্বাস্থ্য ও প্রযুক্তিতে ব্র্যাক ইউনিভার্সিটি-কেমব্রিজের যৌথ সহযোগিতা উদ্যোগ

১৮

কৃষি গুচ্ছেই ভর্তি পরীক্ষা নেবে বাকৃবি

১৯

কোটা বাতিল করে সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তির দাবি

২০
X