

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন ধনকুবের ও উদ্যোক্তা ইলন মাস্ক। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) এক প্যানেল আলোচনায় শান্তি পর্ষদের নাম ‘শান্তি’ (Peace) না হয়ে ‘টুকরো’ (Piece) হওয়াই বেশি মানানসই হতো বলে তিনি মন্তব্য করেন। খবর এনডিটিভির।
ডব্লিউইএফের ওই প্যানেলে বিশ্বের বৃহৎ বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকরকের প্রধান নির্বাহী ল্যারি ফিঙ্কের সঙ্গে আলোচনায় অংশ নেন মাস্ক। সেখানে তিনি বলেন, আমি যখন শান্তি সম্মেলনের কথা শুনলাম, তখন মনে হলো- এটা কি আসলেই শান্তি, নাকি গ্রিনল্যান্ডের ছোট একটা টুকরো বা ভেনেজুয়েলার ছোট একটা অংশ?
তার এই মন্তব্যে উপস্থিত দর্শকদের মাঝে মৃদু হাসির সৃষ্টি হয়। পরে মাস্ক যোগ করেন, যদিও আমরা শুধু শান্তিই চাই।
ট্রাম্পের নেতৃত্বে গঠিত এই শান্তি পর্ষদ মূলত গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনা তদারকির জন্য একটি ছোট পরিসরের আন্তর্জাতিক উদ্যোগ হিসেবে ভাবা হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা আরও বিস্তৃত হয়েছে। জানা গেছে, ডজনখানেক দেশকে এই পর্ষদে অন্তর্ভুক্ত করার আমন্ত্রণ জানানো হয়েছে এবং ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক বিরোধ মেটাতে মধ্যস্থতাকারীর ভূমিকা রাখতে পারে এই বোর্ড।
ইলন মাস্ক দীর্ঘদিন ধরেই ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। যদিও গত এক বছরে তাদের সম্পর্কের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব ও পরে আবার সমঝোতার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে, যখন তাদের সম্পর্ক আবার ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত মিলছে, তখন মাস্কের এই ব্যঙ্গাত্মক মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
প্যানেল আলোচনায় ভবিষ্যৎ প্রযুক্তি নিয়েও কথা বলেন মাস্ক। তিনি বলেন, রোবট সমাজে বিপ্লব ঘটাবে এবং মানুষের কাজের প্রয়োজনীয়তা উল্লেখযোগ্যভাবে কমিয়ে মানবজাতির কল্যাণে ভূমিকা রাখবে। তার ভাষায়, এক সময় রোবটই নতুন রোবট তৈরি করবে।
মাস্ক আরও দাবি করেন, ভবিষ্যতে পণ্য ও সেবার কোনো ঘাটতি থাকবে না, কারণ মানুষের চেয়ে রোবটের সংখ্যা বেশি হবে। তার মতে, প্রতিটি মানুষই তার বৃদ্ধ বাবা-মা বা সন্তানদের দেখভালের জন্য একটি করে রোবট চাইবে।
আগামী বছরের শেষ নাগাদ টেসলা সাধারণ মানুষের জন্য রোবট বিক্রি শুরু করার পরিকল্পনা করছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন