চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা

বীর মুক্তিযোদ্ধার বক্তব্যের সময় তেড়ে আসেন জামায়াত নেতা। ছবি : সংগৃহীত
বীর মুক্তিযোদ্ধার বক্তব্যের সময় তেড়ে আসেন জামায়াত নেতা। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মো. তরিকুল আলমের বক্তব্যের সময় বাধা এবং তার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে জেলা পুলিশ আয়োজিত সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক একটি সভায় ঘটনাটি ঘটে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার মো. তরিকুল আলম আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন। তিনি তার বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাকে তুলনা না করার আহ্বান জানান।

এ সময় সামনের সারিতে থাকা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান উত্তেজিত হয়ে তরিকুল আলমের দিকে আঙুল তুলে তেড়ে আসেন এবং চিৎকার করে তার বক্তব্য বন্ধ করতে বলেন। পরিস্থিতি উত্তপ্ত হলে কয়েকজন চেঁচামেচি শুরু করেন এবং একজন তরিকুল আলমকে মাইক্রোফোন দিতে বলেন। এরপর পুলিশের একজন সদস্য তরিকুল আলমের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম বলেন, আমি কী বলতে চেয়েছিলাম, তা বলতে দেওয়া হলো না। আমি কোনো দলের লেজুড়বৃত্তি করি না। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। মুক্তিযুদ্ধের কথা বলবই। তাই বলে জুলাই-আগস্ট আন্দোলনকে অস্বীকার করি না। যারা প্রাণ দিয়েছেন, তাদের শ্রদ্ধা করি। আহত ব্যক্তিদের প্রতি সহানুভূতি আছে। কিন্তু আমাকে এ কথা বলতে দেওয়া হয়নি। তার আগেই থামিয়ে দেওয়া হয়েছে। এটা একেবারেই অগ্রহণযোগ্য।

এ বিষয়ে জামায়াত নেতা লতিফুর রহমান বলেন, উনি (মুক্তিযোদ্ধা) ৫ আগস্টকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ায় আমি এর প্রতিবাদ জানিয়েছি।

ঘটনার পর সমাবেশে ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও জেলা পুলিশ সুপার রেজাউল করিম বক্তব্য দিলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে, জেলা পুলিশ সুপার রেজাউল করিম পরে মুঠোফোনে বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। হঠাৎ করেই ঘটে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির প্রার্থী তালিকায় ড্যাবের ১১ নেতা

বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নীরবেই চলে গেল ‘প্লে-ব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরের জন্মদিন

রুমিন ফারহানার মনোনয়ন নিয়ে হিরো আলমের পোস্ট 

নিক্সন চৌধুরীসহ ৪ জনের জব্দ আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ

গুগল ক্রোম এখন অনিরাপদ ওয়েবসাইটে ঢোকার আগে দেবে সতর্কবার্তা

জকসুর তপশিল ঘোষণা বুধবার

৪ শর্তে এমপিওভুক্ত হচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা

রাজধানীতে এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের সড়ক অবরোধ

ভয়াবহ দুর্যোগে ফিলিপাইন, ২৬ জনের মরদেহ উদ্ধার

১০

ফরিদগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ

১১

মেহেরপুরে বিএনপির চার নেতাকে বহিষ্কারের খবর ভুয়া

১২

এবার নতুন ফিচার নিয়ে জেমিনি

১৩

রাসেল ভাইপার থেকে গোখরা, রাজধানীর ৯ তলায়ও মিলছে সাপ

১৪

বিদ্যালয়ে গিয়ে দলীয় মার্কা চেনালেন দুই জামায়াত প্রার্থী

১৫

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী রুমা গ্রেপ্তার

১৬

জবি প্রতিনিধি / জকসু নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনার দাবি জবি ছাত্র অধিকার পরিষদের

১৭

ইসির সামনে আমরণ অনশনে তারেক

১৮

বিএনপির প্রার্থী তালিকা থেকে একজনের নাম স্থগিত

১৯

চাচাকে বাবা বানিয়ে কোটায় বিসিএস ক্যাডার, পরিচয় নিশ্চিতে যে পদক্ষেপ নিচ্ছে দুদক

২০
X