কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা বাড়াতে বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

খুলনায় জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা বাড়াতে বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনার সিএসএস আভা সেন্টারে ‘জলবায়ু পরিবর্তন: একসাথে লড়াই, একসাথে পথ খোঁজা’ শীর্ষক একটি বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। জাগো ফাউন্ডেশন ট্রাস্টের ‘নবোদয়’ প্রকল্পের আওতায় আয়োজিত এই সভার মূল প্রতিপাদ্য ছিল, ‘জলবায়ু পরিবর্তন সবার লড়াই, এই লড়াইয়ে কেউ একা নয়।’

খুলনা বিভাগ উপকূলীয় বাংলাদেশের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা প্রকটভাবে অনুভব করছে। লবণাক্ততা, নদীভাঙন, পানির সংকট এবং পরিবেশগত বিপর্যয় এখানকার মানুষের জীবনে নিত্যদিনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা নিয়েই এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ সাইফুল ইসলাম। এ ছাড়াও স্থানীয় প্রতিনিধি, জলবায়ু গবেষক এবং তরুণ সমাজের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নবোদয় প্রকল্পের লবণাক্ততা নিয়ে কাজ একটি প্রশংসনীয় উদ্যোগ। আমাদেরকে প্রান্তিক কৃষকের কাছে পৌঁছাতে হবে। নারীদেরকে অন্তর্ভুক্ত করে এমন কাজগুলো আরও বড় আকারে করতে হবে। দারিদ্র্য সমস্যার সমাধান এভাবেই সম্ভব। বাংলাদেশ অপ্রতিরোধ্য। তরুণদের দেশ বিনির্মাণে অংশগ্রহণ দেখে আমি আরও আশাবাদী হচ্ছি।

অনুষ্ঠানের প্যানেল আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, জলবায়ু পরিবর্তন শুধু একটি বৈশ্বিক সমস্যা নয়, এটি আমাদের স্থানীয় জীবনধারার সঙ্গে জড়িত। তাই এই সমস্যার সমাধানে স্থানীয় পর্যায়ের অংশগ্রহণ নিশ্চিত করাই হবে টেকসই ভবিষ্যতের চাবিকাঠি।

জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব সচেতনতায় নতুন দৃষ্টিভঙ্গি ও তরুণদের কাজ করার ওপর গুরুত্ব আরোপ করে জাগো ফাউন্ডেশন ট্রাস্টের প্রোগ্রাম হেড ইফতিখার-উল-করিম বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে স্থানীয় জনগণের কণ্ঠস্বরকে জোরদার করা এবং জলবায়ু নীতিতে তাদের অভিজ্ঞতা অন্তর্ভুক্ত করা। পাশাপাশি তরুণদের এখন কিছু করে দেখানোর সক্ষমতা আছে। তাদেরকে নিয়েই এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ‘নবোদয়’ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম। উপস্থিত এক তরুণ প্রতিনিধি বলেন, ‘এই সভা আমাদের ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে। আমরা বিশ্বাস করি, সকলে মিলে এই লড়াই চালিয়ে গেলে সফলতা সম্ভব।

শেষ পর্বে উপস্থিত বক্তারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন। তারা বলেন, স্থানীয় সমস্যা ও সমাধানকে জাতীয় ও আন্তর্জাতিক ফোরামে তুলে ধরার মধ্য দিয়েই আমরা একটি স্থিতিশীল ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে হঠাৎ ৩ থানার ওসি রদবদল 

আবারও কমলো স্বর্ণের দাম

বিশ্বকাপে শাহীন আফ্রিদিকে পাওয়া নিয়ে শঙ্কায় পাকিস্তান

মারা গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, জানাজা কখন

থেমে গেল রোনালদোর টানা ১৪ বছরের ‘হ্যাটট্রিক’ সাম্রাজ্য

রেকর্ড, অবিশ্বাস আর বিস্ময়ের বছর—২০২৫ ক্রিকেটে পরিসংখ্যানের ঝড়

সবার সহযোগিতায় বাঁচাতে চান মুয়াজ্জিন মাহাবুব

ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান মারা গেছেন

কান্নায় ভেঙে পড়লেন মার্কিন অভিনেত্রী

১০

ইয়েমেনের বন্দরে বোমা হামলার ব্যাখ্যা দিল সৌদি আরব

১১

কবরে খেজুর গাছের ডাল বা অন্য গাছের ডাল গেড়ে দেওয়া কি শরিয়তসম্মত?

১২

তুরস্কজুড়ে ব্যাপক অভিযানে গ্রেপ্তার ১২৫

১৩

১৭০ টাকার জন্য ভাতিজিকে পিটিয়ে হত্যা

১৪

ভারতে বিপুল বিস্ফোরকবোঝাই গাড়ি জব্দ

১৫

ডিএনসির বিশেষ অভিযানে অবৈধ মদসহ গ্রেপ্তার ১

১৬

খালেদা জিয়ার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অঘোষিত বৈঠক

১৭

দিপু দাসের মরদেহ গাছে ঝোলানো সেই যুবক গ্রেপ্তার

১৮

দেশে এমন জানাজা আগে কেউ দেখেনি 

১৯

দিনে-দুপুরে বাড়ির ভেতর ঢুকে পড়ল বাঘ

২০
X