ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-আরিচা মহাসড়কে ব্যারিকেড দিয়ে তেলবাহী ট্রাক লুট

ধামরাই থানা, ঢাকা। ছবি : কালবেলা
ধামরাই থানা, ঢাকা। ছবি : কালবেলা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ওপর ব্যারিকেড দিয়ে ট্রাক থামিয়ে ৩০ লাখ টাকার পামওয়েল তেলসহ ট্রাক লুটের ঘটনা ঘটেছে। এ সময় চালক ও তার সহকারীকে আটকে বেঁধে মারধর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এ ঘটনায় মঙ্গলবার (২৯ এপ্রিল) ভুক্তভোগী ট্রাকচালক শ্যামল কুমার বিশ্বাস (৫৫) থানায় অভিযোগ করেন।

এর আগে, সোমবার (২৮ এপ্রিল) রাতে ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়নের বাথুলি-বালিথা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ওপরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন পাবনার সুজানগর থানার সুজানগর মানিকদী এলাকার বাসিন্দা ট্রাকচালক শ্যামল কুমার বিশ্বাস (৫৫) ও পাবনার কৃষ্ণপুর এলাকার বাসিন্দা মাসুম (৫০)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ বছর ধরে পাবনার মায়া নামে একটি প্রতিষ্ঠানের ৬ চাকা বিশিষ্ট আন্তঃজেলা ট্রাক চালাচ্ছিলেন শ্যামল কুমার বিশ্বাস। সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার কামাল অয়েল মিলস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান থেকে ১৪.৫ টন ওজনের ৭৫ ড্রাম বাটার ফ্লাই পাম ওয়েল তেল লোড করে পাবনার উদ্যেশ্যে রওনা হন তিনি। যার বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা।

রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় পৌঁছালে অজ্ঞাত অন্তত চারজন দুষ্কৃতকারী একটি অজ্ঞাত পিকআপ নিয়ে ব্যারিকেড দেয়। একপর্যায়ে তারা ট্রাকের কাছে এসে চালক ও সহকারীকে জোরপূর্বক টেনেহিচড়ে নিচে নামিয়ে এনে মারধর করে। ধারালো চাকু দিয়ে তাদের জখম করে। ভয়ভীতি দেখিয়ে তাদের হাত পা ও মুখ বেঁধে ফেলে দুটি ফোন ছিনিয়ে নেয়। পরে তেলবাহী ট্রাক নিয়ে পালিয়ে যায়।

একপর্যায়ে ট্রাক চালক ও সহকারীকে কৌশলে পায়ের বাঁধন খুলে পার্শ্ববর্তী একটি হোটেলে গিয়ে লোকজনকে সব ঘটনা খুলে বলেন। পরে জাতীয় জরুরি যোগাযোগ নম্বর ৯৯৯ এ ফোন করলে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ভুক্তভোগীরা জানান, অজ্ঞাত দুষ্কৃতকারীরা ২৫-৩৫ বছর বয়সী ছিল। তাদের পরণে ফুল প্যান্ট ও বিভিন্ন রঙের গেঞ্জি ছিল। তারা স্থানীয় ভাষায় কথা বলছিল।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ট্রাক চুরির ঘটনায় মামলা নেওয়া হয়েছে। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে একাধিক টিম অভিযান পরিচালনা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় গাইবেন আতিফ আসলাম, আয় যাবে জুলাই শহীদদের পরিবারে

ঢাকা-৭ আসনে ৩১ দফার প্রচারণা মীর নেওয়াজের

গভীর রাতে সাংবাদিক সোহেলকে তুলে নিয়ে গেছে ডিবি

বাংলাদেশের কাছে হারের পর যা বললেন ভারতের কোচ

ভারতের বিপক্ষে জয় ক্যারিয়ারের সেরা মুহূর্তের একটি : হামজা চৌধুরী

হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

রাজধানীতে রাতে গাড়িতে আগুন

পিপি কার্যালয়ের সামনে পটকা ফুটিয়ে ভীতির চেষ্টা

গভীর রাতে রাজধানীতে মার্কেটে আগুন

বাংলাদেশ দলকে জামায়াত আমিরের অভিনন্দন

১০

টানা ২ দফায় স্বর্ণের দাম কত কমলো দাম?

১১

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে বন্ধ হচ্ছে ৫ সেবা

১২

পারিবারিক নির্যাতনের শিকার ঝালকাঠির শিশু রাইসার পাশে তারেক রহমান

১৩

ভারতকে হারিয়ে হামজাদের জন্য ২ কোটি টাকার তাৎক্ষণিক বোনাস

১৪

২২ বছর পর বাংলাদেশের ভারত বধে তারেক রহমানের অভিনন্দন

১৫

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

১৬

তারেকের দল নিয়ে যে তথ্য দিল ইসি

১৭

জনগণের ভালোবাসাই আমার শক্তি : ফারুক

১৮

কালবেলা-এসএমসি ডায়াপার গোলটেবিল বৈঠক / সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব শিশুর নিউমোনিয়া প্রতিরোধ

১৯

তিউনিসিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

২০
X