

ঢাকার ধামরাইয়ে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনায় মান্নান মিয়া (৬০) নামে এক ব্যক্তি ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। তিনি ধামরাই থানাধীন কুশুরা ইউনিয়নের বৈন্যা গ্রামের বাসিন্দা মৃত জয়নুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর সকাল আনুমানিক ৯টায় মান্নান মিয়ার সঙ্গে তার ভাই নেওয়াজ আলীর সীমানা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এতে মান্নান মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় ধানমন্ডি ২৭ প্লাস হাসপাতালে তার মৃত্যু হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ধামরাই থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত পূর্বক ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহতের মেয়ে রুমা জানান, বাড়ির জায়গা জমি নিয়ে গত বৃহস্পতিবার আমাকে মারধর করে। গত শনিবার আমার স্বামী ও বাবা মারধরের কথা শুনতে ও প্রতিবাদ করতে গেলে আমার স্বামী ও বাবার ওপর লাঠিসোঁটা দিয়ে অতর্কিত হামলা চালায়। আমি ও আমার ছেলে তাদের উদ্ধার করতে গেলে আমার দুই চাচা, চাচি ও চাচাতো ভাই আমাদের ওপরও অতর্কিত হামলা চালায়। এক পর্যায় আমার বাবার অবস্থা খারাপ হলে তাকে ঢাকা একটি প্রাইভেট হসপিটালে নিয়ে যাই, আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয়।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান কালবেলাকে বলেন, ধামরাই থানাধীন কুশুরা ইউনিয়নের অন্তর্গত বৈন্যা গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে মান্নান মিয়া (৬০) ও তার ভাই নেওয়াজ আলির মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। ঘটনায় আহত ভুক্তভোগী মান্নানকে দ্রুত ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে গেলে ধানমন্ডি-২৭ প্লাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃতদেহ পরিবারের লোকজন অ্যাম্বুলেন্স যোগে ধামরাইর দিকে নিয়ে রওনা হয়েছে বলে জানা যায়।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ এবং আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন