শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আদালত চত্বরে জামাই-শ্বশুরের মারামারি

মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে জামাই-শ্বশুরের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ছবি : কালবেলা
মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে জামাই-শ্বশুরের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ছবি : কালবেলা

মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিচারিক কার্যক্রম শেষে জামাইয়ের সঙ্গে শ্বশুর ও তার পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টার দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মানিক মিয়া ও মৌসুমী খাতুন দম্পতির মেয়ে মায়া খাতুন তার নানার বাড়ি বেড়াতে গেলে পরবর্তীতে তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানায় নানা-নানি। নিজ সন্তানকে ফেরত পেতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে শ্বশুরসহ চারজনের নামে মামলা করেন মানিক মিয়া। আট বছর বয়সী কন্যা সন্তানকে ফিরে পেতে মানিক মিয়া ও মৌসুমী খাতুন দম্পতির করা মামলার শুনানি শেষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আদালত চত্বর থেকে বের হয়ে কথা কাটাকাটি থেকে হট্টগোল শুরু হয় দুই পরিবারের সদস্যদের মধ্যে। একপর্যায়ে সেটা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় জনগণ ও জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ব্যক্তিরা পরিস্থিতি শান্ত করে।

মানিক মিয়া বলেন, এজলাস থেকে বের হয়ে নিজের সন্তানকে কোলে নিতে গেলে বাকবিতণ্ডা শুরু হয়। এতদিন পর্যন্ত স্ত্রী আমার সঙ্গে ছিল। আজকে বাকবিতণ্ডার একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন তার মেয়ে ও স্ত্রীকে মাইক্রোবাসে করে নিয়ে গেছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিনা পাল কালবেলাকে বলেন, মানিক ও মৌসুমী দম্পতির দুটি সন্তান। মেয়ে বড় এবং ছেলে ছোট। মানিকের শ্বশুর-শাশুড়ি ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে মায়া খাতুনকে চুয়াডাঙ্গায় তাদের বাড়িতে নিয়ে যায়। তবে মানিক ও মৌসুমী রাজি না হলেও তারা জোরপূর্বক মায়াকে রেখে দেয়। এ ঘটনায় মানিক তার স্ত্রীকে সাক্ষী করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১০০ ধারায় একটি মামলা করে।

তিনি আরও বলেন, আদালত শিশুটির মতামত নিয়ে এবং মানিকের আর্থিক অবস্থা বিবেচনা করে শিশু মায়া খাতুনের কাস্টডি তার নানা-নানিকে দিয়ে মামলার রায় ঘোষণা করে। এরপর আদালত থেকে বাইরে এসে মানিক তার মেয়েকে কোলে নিতে চাইলে ঘটে বিপত্তি। হাতাহাতি ও মারামারি শেষে যাওয়ার সময় মানিকের শ্বশুরপক্ষ তার স্ত্রীকেও তুলে নিয়ে যায়। এটা একটা অপরাধ। তবে বাবা-মায়ের বিপক্ষে তো অপহরণ মামলা হয় না। বিষয়টি নিয়ে আমি আগামীকাল জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন করে দুপক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার পূর্ণাঙ্গ কমিটি গঠন

সাদা পাথর লুটের ঘটনায় ১৫০০ জনের নামে মামলা

‘জামায়াত এখন মধু খাচ্ছে তাই নির্বাচন চায় না’

মহাসড়ক যেন মৃত্যুকূপ, পিছু ছাড়ে না দুর্ঘটনা

সাড়ে ৪ হাজার মানুষ পানিবন্দি, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র

চট্টগ্রাম-ঢাকায় পাইপ লাইনে জ্বালানি তেল সরবরাহ শুরু শনিবার

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক : মোস্তাফিজুর রহমান

কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে

যমুনার পানি বিপৎসীমা অতিক্রমের হুমকিতে

ডাকসুতে ছাত্রদলের যারা প্রার্থী হতে পারেন

১০

মামলা প্রত্যাহারসহ দুই ওসির অপসারণ দাবি

১১

‘স্থায়ী ক্যাম্পাস নির্মাণে বাধায় রবীন্দ্রবিরোধী চক্র জড়িত’

১২

দেশ অস্থিতিশীল করে তৃতীয় শক্তিকে আনতে চায় একটি চক্র : খায়রুল কবির খোকন

১৩

জামায়াতে ইসলামী সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করে : ডা. তাহের

১৪

৫০ হাজার টাকার জালনোটসহ চক্রের দুই সদস্য আটক

১৫

‘শেখ মুজিবের আদর্শ পালন মানে বাকশাল কায়েম’

১৬

হাওরে নিখোঁজ শিশুর মরদেহ ৩ ঘণ্টা পর উদ্ধার 

১৭

বরিশালে মহিউদ্দিন রনিসহ ৪২ জনের বিরুদ্ধে মামলা

১৮

সেরা ১৫ টেস্ট সিরিজের তালিকায় জায়গা পেল বাংলাদেশের দুই লড়াই

১৯

ঘাসভর্তি বস্তায় মিলল ৫১ হাজার মার্কিন ডলার

২০
X