জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, শহীদদের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ কোনোভাবেই রাজনীতি করতে পারবে না। এনসিপির পক্ষ থেকে পুরো বাংলাদেশকে বলতে চাই এই খুনি সন্ত্রাসী আওয়ামী লীগ বাংলাদেশে তার কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের টিটু মিলনায়তনে বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, আগামীর বাংলাদেশে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগকে যেখানেই দেখবে ছাত্র-জনতা, শহীদ পরিবার, আহত যোদ্ধারা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে। বগুড়া থেকেই সেই প্রতিরোধের যুদ্ধ শুরু হবে।
তিনি বলেন, এই খুনি সন্ত্রাসীদল সারা দেশে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছে, গুম করেছে। এই আ.লীগের শিরায় শিরায় মানুষের রক্ত লেগে আছে। সুতরাং আ.লীগ এই দেশে রাজনীতি করতে পারে না। অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
এনসিপির এই নেতা বলেন, এই বগুড়া সবচেয়ে বৈষম্যের শিকার হয়েছে। এজন্য বগুড়ায় বিমানবন্দর চালু, একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের দাবি জানিয়েছেন।
সারজিস আলম বলেন, আওয়ামী দুঃশাসনের বিগত ১৬ বছর বগুড়াকে সবদিক থেকে বঞ্চিত করা হয়েছে। জেলার নাম শুনলেই কারো চাকরি হয়নি। প্রমোশন আটকে দেওয়া হয়েছে। অবকাঠামোগত উন্নয়নেও চরম বৈষম্যের শিকার হয়েছে বগুড়া।
তিনি বলেন, বগুড়ায় একটি বিমানবন্দর থাকলেও সেটিকে কুক্ষিগত করে রাখা হয়েছে। জনগণের জন্য সেটি উন্মুক্ত করা হয়নি। একটি আধুনিক মানের হাসপাতাল থাকলেও সেটিকে চতুর্থ শ্রেণির হাসপাতালে পরিণত করা হয়েছে। আন্তর্জাতিক স্টেডিয়াম থাকার পরেও এখানে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয় না। আমরা এই বৈষম্যের অবসান চাই। তিনি ঢাকা থেকে বগুড়ার সঙ্গে সরাসরি রেললাইন চালুরও দাবি জানান।
মন্তব্য করুন