রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ভ্যাকসিনে অর্ধশত গবাদি পশুর মৃত্যু, তদন্তে নমুনা সংগ্রহ

পশুর শরীর থেকে নমুন সংগ্রহ করেন ভেটেরিনারি কর্মকর্তারা। ছবি : কালবেলা
পশুর শরীর থেকে নমুন সংগ্রহ করেন ভেটেরিনারি কর্মকর্তারা। ছবি : কালবেলা

খাগড়াছড়ির রামগড়ে সরকারি ভ্যাকসিন প্রয়োগ পরবর্তী অর্ধশত গবাদি পশুর মৃত্যুর ঘটনায় প্রাণিসম্পদ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের পক্ষে অসুস্থ ও মৃত পশুর শরীর থেকে নমুনা (স্যাম্পল) সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে চট্টগ্রাম জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. মো. সাহাব উদ্দিনের নেতৃত্বে রামগড় ইউনিয়নের লামকুপাড়া গ্রামের খামারি ও গবাদি পশু লালন-পালনকারীদের বাড়ি বাড়ি গিয়ে এসব নমুনা সংগ্রহ করেছেন তদন্ত দল।

এসময় অন্যদের মধ্যে ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. জপু চক্রবর্তী ও ডা. তাহমিনা আক্তার, খাগড়াছড়ি জেলা ভারপ্রাপ্ত ভেটেরিনারি কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম, উপজেলা (ভারপ্রাপ্ত) প্রাণীসম্পদ কর্মকর্তা মো. মোস্তফা কামাল এবং উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. রুবায়েতুল ইসলাম। তদন্ত কমিটির সদস্য চট্টগ্রাম জেলা ভেটেরিনারি বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. জপু চক্রবর্তী বলেন, এমন ঘটনা এর আগে কোথাও ঘটেনি। আমরা অসুস্থ ও মৃত পশুর স্যাম্পল সংগ্রহ করেছি। এগুলো ঢাকার সেন্টার ভেটেরিনারি ল্যাবে পাঠানো হবে। এরপর জানা যাবে আসলে কী ঘটেছিল।

তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. মো. সাহাব উদ্দিন জানান, চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের নির্দেশে আমরা ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে স্যাম্পল সংগ্রহ করেছি। ঘটনার করণীয় বিষয়ে পরবর্তী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। অসুস্থ পশুগুলোকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ওইসব পশুগুলোও ঝুঁকিমুক্ত নয় বলে তিনি জানান। এর আগে, গত ১৫ এপ্রিল উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. মো. রুবায়েতুল ইসলামের পরামর্শে তার দুই সহকারী জামাল উদ্দিন ও রমজান রামগড়ের লামকুপাড়া গ্রামের গবাদি পশুর শরীরে সরকারি ভ্যাকসিন দেন। একদিন পর থেকে ওইসব পশুর শরীরে জ্বর, চামড়ায় গুটি ও ক্ষতের সৃষ্টি হয়ে প্রায় অর্ধশত গরু-ছাগল মারা যায়। অসুস্থ অবস্থায় রয়েছে আরও অর্ধশতাধিক। এ ঘটনায় আতঙ্কিত হয়ে খামারি ও গবাদিপশু পালনকারীরা গত ২৯ এপ্রিল দুপুরে মৃত ও অসুস্থ গরু-ছাগল নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ দাবি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের অর্জন নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস 

হাজী ও নান্না বিরিয়ানির নামে প্রতারণা

সংগ্রাম থেকে সাফল্যের শিখরে শেহনাজ গিল

বিএনপির এক নেতাকে সব পদ থেকে বহিষ্কার

ঠোঁটের চারপাশে কি কালচে ছোপ, ২ সপ্তাহেই মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়

পুলিশের নতুন ইউনিফর্ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

হাসিনার যেদিন ফাঁসি হবে, সেদিন কলিজা ঠান্ডা হবে : শহীদ সজলের মা

ছয় গোলের উৎসবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল জার্মানি

চবি ছাত্রদলের এক নেতার পদ স্থগিত

অভিজ্ঞতা হলো জীবনের সবচেয়ে বড় সঞ্চয়: দীপিকা পাড়ুকোন

১০

বিকেএসপিতে চাইনিজ গভার্নমেন্ট স্কলারশিপ নিয়ে বিশেষ সেমিনার

১১

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য প্রচার প্রসঙ্গে যা বললেন ফয়েজ তৈয়্যব

১২

কটাক্ষের শিকার অনন্যা

১৩

৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিং / ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিকের বিরুদ্ধে সিআইডির মামলা

১৪

রাজনীতিতে হাসিনার উত্থান-পতন যেভাবে

১৫

সাগরপথে পাচারের সময় ৮ রোহিঙ্গা উদ্ধার, গ্রেপ্তার ৪

১৬

কারও সঙ্গে ৩ দিনের বেশি কথা না বললে কী হয়? যা বলছে ইসলাম

১৭

দাম কমেছে বলছেন ট্রাম্প, কিন্তু জীবনযাত্রার ব্যয়ে ক্ষুব্ধ মার্কিনিরা

১৮

হঠাৎ মিষ্টি খেতে মন চায়, এটা কীসের ইঙ্গিত

১৯

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

২০
X