প্রতারণা মামলায় সমবায় কো-অপারেটিভ ব্যাংক কর্মকর্তা কাজী জমিস উদ্দিন ওরফে অপু কাজীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ডাসার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ বেলায়েত হোসেন এ মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার (০১ মে) ওই ব্যাংক কর্মকর্তা মাদারীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে, বিচারক হুমায়ন কবির তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুক্রবার (০২ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছে ভুক্তভোগী পরিবার।
ব্যাংক কর্মকর্তা অপু কাজী মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ ডাসার গ্রামের মৃত আলাউদ্দিন কাজীর ছেলে।
মামলার বাদী ডাসার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ বেলায়েত হোসেন বলেন, সমবায় কো-অপারেটিভ ব্যাংক কর্মকর্তা কাজী জমিস উদ্দিন অপু কাজীর কাছ থেকে আমি ৩৭ শতাংশ জমি ক্রয় করার জন্য তাকে ৩৬ লাখ টাকা দেই। কিন্তু ওই ব্যাংক কর্মকর্তা দলিল না দিয়ে প্রতারণা করে আসছে। তাই আমি বাদী হয়ে অপু কাজীকে আসামি করে মাদারীপুর আদালতে একটি মামলা দায়ের করি। পরে বিচারক ওই প্রতারককে বৃহস্পতিবার জেলহাজতে প্রেরণ করেন।
সমবায় ব্যাংক কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ‘আমি শুনেছি মো. জমিস উদ্দিন অপু কাজী নামে আমাদের একজন ব্যাংক কর্মকর্তা জেলহাজতে রয়েছেন।’
এ ব্যাপারে ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল হক বলেন, ‘আমি জানতে পেরেছি একটি প্রতারণার মমলায় ব্যাংক কর্মকর্তা জমিস উদ্দিন অপু কাজী কারাগারে রয়েছেন।’
মন্তব্য করুন