গাজীপুরের কোনাবাড়ির দেওলিয়া বাড়ি এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ও স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে স্পিনিং কারখানার মেশিন, সুতা, কয়েকটি ঝুট গুদামের মালামাল ও বসতবাড়ি পুড়ে গেছে।
শনিবার (৩ মে) দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুট গুদামে আগুন লাগে। এ সময় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ভোগড়া বাইপাস, সারাবোসহ আরও ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আড়াই ঘণ্টা পর আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে একটি স্পিনিং কারখানার মেশিন, সুতা, ১২/১৩টি ঝুট গুদামের মালামাল ও পাশের বসতবাড়ির বেশ কিছু কক্ষ পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, স্থানীয় জাহাঙ্গীরের গুদামে আগুন লাগার পর তারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে তীব্র ঝড়ো হাওয়ার কারণে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। এ সময় আগুন পাশের স্পিনিং কারখানা ও বসতবাড়িতে ছড়িয়ে যায়। এতে স্পিনিং কারখানার মেশিন, মজুত করা বিপুল পরিমাণ সুতা, ঝুট গুদামের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই। তবে ঘনবসতিপূর্ণ বসতবাড়ি, গুদাম এবং ঝড়ো হাওয়া থাকায় ফায়ার সার্ভিসের জন্য আগুন নিয়ন্ত্রণে আনা চ্যালেঞ্জ ছিল। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
মন্তব্য করুন