গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে দেওলিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুট গুদামে আগুন লাগে। এ সময় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে জয়দেবপুরসহ আরও ফায়ার স্টেশন থেকে ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত জানা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুনে গুদাম ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ায় একটু বেগ পেতে হচ্ছে।
মন্তব্য করুন