বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৩ মে ২০২৫, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আমরা চট্টগ্রাম ও ঢাকার মতো ন্যায়বিচার পাব : ফয়জুল করিম

সংবাদ সম্মেলনে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমসহ অন্যরা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমসহ অন্যরা। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, দেশে বিচার পাওয়ার সুযোগ ছিল না। ৫ আগস্টের পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে। তাই বরিশাল সিটি নির্বাচনে ফলাফল বাতিল ও আমাকে নির্বাচিত করার জন্য আদালতে মামলা দায়ের করেছি। মামলার রায়ে চট্টগ্রাম ও ঢাকার রেফারেন্সে আগামী ৫ মে আদালত হাতপাখার প্রার্থীকে মেয়র নির্বাচিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করি।

শনিবার (৩ মে) বরিশাল সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বরিশাল প্রেস ক্লাবে বেলা সাড়ে ১১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ২০২৩ সালে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান নির্বাচন কমিশনার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইসলামী আন্দোলনের মেয়র পদপ্রার্থী হিসেবে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। কিন্তু ওই নির্বাচনে দুপুর ১২টার আগেই ৩০ ভাগ ভোট জালিয়াতি ও কেন্দ্র দখল করে নেওয়া হয়। প্রার্থী হিসেবে আমার ওপর হামলা করে নিশ্চিত বিজয় ছিনিয়ে নিয়েছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে চট্টগ্রাম ও ঢাকায় যেসব প্রার্থীরা ন্যায়বিচার পাননি, তারা আদালতে মামলা করে নির্বাচিত হয়েছেন। সেখানকার আদালত দ্বিতীয় অবস্থানে থাকা প্রার্থীকেই মেয়র হিসেবে ঘোষণা করেছে। ঠিক সেই ধারাবাহিকতায় বরিশালের জনগণ, এমনকি আমাদের শ্রদ্ধাভাজন আমিরসহ সবাই আমাকে পরামর্শ ও নির্দেশ দিয়েছেন। আমরাও মামলা করি, ইনশাআল্লাহ আমরা ন্যায়বিচার পাব।

হাতপাখার মেয়র পদপ্রার্থী বলেন, যদিও আমাদের মামলা করতে কিছুটা দেরি হয়েছে, তবে বিচারকের এখতিয়ারে রয়েছে মামলা গ্রহণ করার। আমি আদালতের প্রতি অনুরোধ জানাই, আমাদের মামলাটি গ্রহণ করে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান। আদালত অবশ্যই ইনশাআল্লাহ ন্যায়বিচার করবেন আমি এ বিশ্বাস রাখি।

ফয়জুল করিম সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গত দুটি শুনানিতে আপনারা রাজপথে ছিলেন। তবে আগামী ৫ মে ওই মামলার ধার্যকৃত শুনানির দিন কেউ বরিশালের রাজপথে নামবেন না। কারণ আদালত অবমাননা হয় আমরা এমন কিছু করতে চাই না। আদালতের ওপর আস্থা রাখুন। আমরা চট্টগ্রাম ও ঢাকার মতো ন্যায়বিচার পাব।

এক প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির বলেন, স্থানীয় নির্বাচনে সবাই অংশ নিয়েছেন, কেউ নামে কেউ বেনামে। আদালত আমাদের পক্ষে রায় দিলে শেখ হাসিনার নির্বাচন অবৈধ প্রমাণিত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফয়জুল করিমের আইনজীবী অ্যাডভোকেটে শেষ আব্দুল্লাহ নাসির, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি লোকমান হাকিম, সিনিয়র সহসভাপতি মাওলানা সৈয়দ নাসির আহমেদ কাওসার প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল বিগত ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের ফল বাতিল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করতে আদালতে মামলা করা হয়। ওই মামলায় দুবার শুনানি পিছিয়ে ফের ৫ মে ধার্য করেছেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইস্টার্ন ইউনিভার্সিটি ও ড্যাফোডিল রেসপন্স সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক সই

পাথর কোয়ারি বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কোনো ক্ষতি করতে পারেনি ইসরায়েল’

বিইউবিটিতে বিগ ব্যাং তত্ত্ব নিয়ে সেমিনার

নতুন ভূমিকায় মিরাজ, ব্যাটিং অর্ডারেও আনছেন পরিবর্তন

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অনুমোদন চক্রান্তের পদধ্বনি : খতমে নবুওয়ত

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় / সাবেক দুই মন্ত্রীর স্বজনসহ ৫ কর্মকর্তাকে অব্যাহতি

দুই দফা কমে আবার বাড়ল স্বর্ণের দাম

বাড়ি ছাড়লেন মুরাদনগরের সেই নারী

ডিভোর্স নিয়ে মুখ খুললেন সুস্মিতা রায়

১০

ঢাবিতে রিকশাচালকের মৃত্যু 

১১

বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ বলে মানছেন আসালাঙ্কা

১২

জুনে এলো তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

১৩

কলকাতার মতো শহর পৃথিবীতে আর নেই : জয়া আহসান

১৪

গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবে না : গণতন্ত্র মঞ্চ

১৫

যে খাবারগুলো ইচ্ছেমতো খেলেও বাড়বে না ওজন

১৬

নিয়ন্ত্রণ হারিয়ে ৯০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার সেই বিমান

১৭

সংস্কারের কথা সবার আগে আমরাই বলেছি : মির্জা ফখরুল

১৮

আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসসহ আসামি ৩৮

১৯

৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারে দেশসেরা শরীফ খান

২০
X