বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, যারা এখন সংস্কারের কথা বলে এবং মিথ্যা অজুহাত দিয়ে এ সরকারকে দীর্ঘায়িত করতে চায়, তারা গণতন্ত্রের বন্ধু হতে পারে না। সংস্কার কোনো স্থির বিষয় নয়, সংস্কার একটি চলমান প্রক্রিয়া।
তিনি বলেন, আজকে আমরা যে বিষয় নিয়ে সংস্কার করব, আগামীতে সেটাতে আবার পুনঃসংস্কার করতে হবে এবং এটাই সংস্কারের নিয়ম ও ধর্ম। কেউ যদি বলে, আগে সংস্কার করব পরে অন্য কিছু, এটা কোনো যুক্তিসংঘত কথা হতে পারে না।
শনিবার (৩ মে) বিকেলে নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ডে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক-জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. আব্দুল মঈন খান বলেন, বর্তমান সরকারের প্রতি বাংলাদেশের মানুষ আস্থা স্থাপন করেছে। ঠিক একইভাবে এ সরকারকেও বাংলাদেশের মানুষের আস্থার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। আর সে আস্থার সম্মান হচ্ছে, জনগণের যে মৌলিক অধিকার, ভোটের অধিকার, জনগণের বেঁচে থাকার অধিকার, মানবাধিকার, সেগুলো নিশ্চিত করা। অন্তর্বর্তী সরকার কোনো দিনই স্থায়ী সরকার হতে পারে না।
পলাশ-ঘোড়াশাল আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত শ্রমিক জনতার সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের আঞ্চলিক শাখার সভাপতি আল আমিন ভূঞা।
এ সময় আরও বক্তব্য রাখেন- পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. আলম মোল্লা, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক নেছার খান ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল।
মন্তব্য করুন