হবিগঞ্জের মাধবপুরে ধান কাটার শ্রমিকের মজুরি বেশি হওয়ায় বিপাকে পড়েছেন দরিদ্র কৃষকরা। এমন পরিস্থিতিতে কৃষকদের পাশে দাাঁড়িয়েছেন হবিগঞ্জ জেলার আনসার ও ভিডিপির সদস্যরা।
রোববার (০৪ মে) সকালে উপজেলার জগদীশপুরের চারাভাঙ্গায় ফসলি মাঠে হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট হোসনে আরা হাসির এ কাজের নেতৃত্ব দেন। এ সময় জেলা ১৫-১৬ জন আনসার ভিডিপির সদস্যদের নিয়ে স্থানীয় কৃষকদের ধান কেটে দেয়। এতে আনসার-ভিডিপির কর্মকর্তারা প্রশংসায় ভাসছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট শুভাশিষ চক্রবর্তী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. কামরুল হাসান, উপজেলা আনসার প্রশিক্ষক আবদুল ওয়াহাবসহ আরও অনেক আনসার ভিডিপি সদস্যরা।
সুবিধাভোগী কৃষক জানু মিয়া জানান, আনসারের কর্মকর্তারা আমাদের যে উপকার করেছেন তা ভুলার নয়। আমরা অনেক উপকার পেলাম।
মন্তব্য করুন