

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনে দলের মনোনীত প্রার্থী আলহাজ জিকে গউছ বলেছেন, যারাই বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন, আমরা বিশ্বাস করি তারা দলের সম্মানে তুলে নেবেন।
তিনি বলেন, দিনশেষে আমরা সবাই বিএনপির কর্মী। দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষেই কাজ করতে হবে। এরপর যদি কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনোনয়ন প্রত্যাহার না করে, দল যথাসময়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের কাছে মনোনয়নপত্র জমা দিয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি এনামুল হক, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার গোলাম মোস্তফা রফিকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন