গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে হাসনাতের নিজ এলাকা কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ ছাত্রজনতা।
রোববার (৪ মে) রাত ৮টা ৩০ মিনিটে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার নিউ মার্কেটে স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন ছাত্রনেতা কাজী নাছির, রাকিবুল ইসলাম হৃদয়, নাজমুল হাসান নাহিদ, মুহতাদির যায়িফ সিক্ত, সাজেদুল রাশেদ রাফসান প্রমুখ।
এসময় বক্তারা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় এনসিপির নেতা আব্দুল হান্নান মাসউদ তার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার তথ্য জানান। হান্নান মাসউদ তার পোস্টে জানান, ‘গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।’
একই তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি তার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।’
জানা যায়, হাসনাত আব্দুল্লাহর গাড়িতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে হামলাকারীরা। এ ঘটনার কয়েকটি ছবি শেয়ার করেছেন সারজিস আলম। এতে দেখা যায়, হাসনাতকে বহন করা গাড়িটির বেশ ক্ষতি হয়েছে। হাত থেকে রক্ত ঝরছে।
আরেক পোস্টে সারজিস আলম জানান, হাসনাত যে গাড়িতে আসছিলেন সেই গাড়িতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। এ হামলার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন তিনি।
মন্তব্য করুন