যশোরের চৌগাছায় পুলিশ সদস্যদের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩৬ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে যৌথবাহিনী।
বুধবার (৭ মে) বিকেলে অভিযানে নেমে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার মাকাপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে মেহের আলী (৫৫), তরিকুল ইসলামের ছেলে নূর নবী (২৮), মধু হোসেনের ছেলে আবু তালেব (২৮), মৃত আব্দুল কাদেরের ছেলে মহিদুল ইসলাম (৫০), ইরাদ আলীর ছেলে ঈসরাফিল (২৭), আব্দুল আলী (৫১) ও তার ছেলে লাল্টু (২৬)।
চৌগাছা থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার দিকে পুলিশের সরকারি কাজে বাধা, আসামি ছিনতাই ও হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলায় মাকাপুর গ্রামের সিয়ামসহ ৩৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০৫ জনসহ মোট ১৪১ জনকে এজাহারভুক্ত করা হয়।
এরপর বুধবার বিকেলে মাকাপুরসহ আশপাশের এলাকায় অভিযান চালায় পুলিশ, ডিবি ও র্যাব সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী। অভিযানে ৭ জনকে আটক করা হয়। আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, ঘটনার পরপরই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। অপরাধীদের শনাক্ত করে আটক করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় ওয়ারেন্টভুক্ত আসামি সিয়ামকে গ্রেপ্তারের সময় তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এসময় ওসি আনোয়ার হোসেনসহ সাত পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে এএসআই লাবলুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন