সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

হত্যা মামলায় সাংবাদিক হাবিব কারাগারে

আদালত থেকে কারাগারে নেওয়া হয় সাংবাদিক হাবিবুর রহমান হাবিবকে। ছবি : কালবেলা
আদালত থেকে কারাগারে নেওয়া হয় সাংবাদিক হাবিবুর রহমান হাবিবকে। ছবি : কালবেলা

হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে সাতক্ষীরার সাংবাদিক হাবিবুর রহমান হাবিবকে। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলামের আদালত।

এর আগে হাবিবুর রহমান হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

হাবিবুর রহমান হাবিব সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক। আদালতে তার পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. আব্দুল মজিদ। আর বাদী পক্ষে ছিলেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ আব্দুস সাত্তার।

আব্দুল মজিদ বলেন, ৫ আগস্ট পরবর্তী আইন শৃঙ্খলা অবনতিতে দেবহাটার খলিশাখালীতে ১ হাজার ৩২৮ বিঘা মৎস্য ঘেরে সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। এ ঘটনার পর ২০২৪ সালের ১ নভেম্বর ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলা ভূমিহীন জনপদে সন্ত্রাসী ঘটনায় সেনাবাহিনী পুলিশ যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় গণপিটুনিতে সন্ত্রাসী কামরুল ইসলাম (৪০) নিহত হন। এসময় যৌথবাহিনী ঘটনাস্থল থেকে ১৫টি হাতবোমা, ৫টি দেশি দাসহ বিপুল পরিমান বোমা তৈরির সরঞ্জামসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এবং ছয়জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, এ ঘটনায় কয়েক দিন পর নিহত কামরুল ইসলামের স্ত্রী তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলা স্থানীয় জমির মালিকদের আসামি করার পাশাপাশি সাংবাদিক হাবিবুর রহমানকেও আসামি করা হয়। ওই মামলায় এর আগে সাংবাদিক হাবিবুর রহমান উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন নেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে সাংবাদিক হাবিবুর রহমান আজ বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে জামিনের প্রার্থনা করেন। আদালতের বিজ্ঞ বিচারক মো. নজরুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ আব্দুস সাত্তার কালবেলাকে বলেন, মর্জিনা খাতুন একজন অসহায় ও দরিদ্র নারী, যিনি তার স্বামীকে হারিয়েছেন। বর্তমানে তিনি সন্তানদের নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা বিজ্ঞ আদালতের কাছে মর্জিনা খাতুনের স্বামীর হত্যা মামলার আসামির জামিন না মঞ্জুর করতে আবেদন করেছি। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন বাস রুটে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচার

বিএনপির দুপক্ষের দ্বন্দ্ব : প্রধান শিক্ষকের কক্ষে তালা, চেয়ার ঝুলছে গাছে

স্ত্রী পাশেই আছে দাবি শামীমের 

আবারও শতাধিক ব্যক্তিকে ‘পুশ ইন’ করেছে বিএসএফ

অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের সুখবর দিল মালয়েশিয়া

ওয়ালটনের নতুন মডেলের স্মার্ট ফ্রিজ উন্মোচন

এক কোটি নতুন সদস্য সংগ্রহের টার্গেট বিএনপির

আইইউবিএটি-তে ‘প্রিপারেশন ফর অ্যাক্রিডিটেশন : ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স’ কর্মশালা

হামলা পাল্টা হামলায় পাকিস্তান-ভারত

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল আরও ৬০ দিন

১০

দেশে ১০০ মিনি হিমাগার তৈরি করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১১

অভিমান করে বাড়ি ছেড়েছেন শামীমের স্ত্রী

১২

ছাত্রদলের ডাকসু প্যানেলে আলোচনায় যারা 

১৩

মাদকসহ অনলাইন জুয়ার ৩ মাস্টার এজেন্ট আটক

১৪

দুবাইয়ে বেনজীরের মেয়ে তাহসিনের ফ্ল্যাট জব্দের আদেশ

১৫

ভারত-পাকিস্তানকে ইইউর বার্তা

১৬

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর বাড়িসহ ৬ কোটি টাকার সম্পদ জব্দ

১৭

নিয়মের মধ্যে না এলে রেস্টুরেন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা : রাজউক চেয়ারম্যান

১৮

পাকিস্তানের পাল্টা হামলা প্রতিরোধে ভারতের ব্ল্যাকআউট ঘোষণা

১৯

এবার ভারতের ১৫ শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা

২০
X