সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন থেকে মাদকসহ অনলাইন জুয়ার তিনজন মাস্টার এজেন্টকে আটক করেছে পুলিশ। বুধবার (০৭ মে) রাত দেড়টায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদেশি মদ, গাঁজা, ৪টি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়ার কাছারিব্রিজ এলাকার আবু বাক্কার গাজীর ছেলে আবু সাঈদ ওরফে (ডলার সাঈদ), মকসেদের ছেলে রাসেল ও মনিরুজ্জামানের ছেলে পান্না।
খোঁজ নিয়ে জানা গেছে, আটক হওয়ারা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া ওয়ান এক্স বেটের মাস্টার এজেন্ট হিসেবে ব্যবস্যা পরিচালনা করে আসছে। তাদের কারণে ওই এলাকার কিশোর থেকে শুরু করে যুবকসহ বিভিন্ন শ্রেণির মানুষ অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছে। অভিভাবকরা কোনোভাবেই তাদের সন্তানদেরকে অনলাইন জুয়ার আসক্তি থেকে ফিরিয়ে আনতে পারছেন না। যে কারণে এলাকায় চুরি ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম বাড়ছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন