স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কৃষকদের আম লিচু টমেটোসহ বিভিন্ন ফসল সংরক্ষণের জন্য দেশে ১০০ মিনি কোল্ডস্টোরেজ তৈরি করা হবে, যাতে তারা উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায়। এছাড়াও আম, লিচু ও কাঁঠাল বিদেশে রপ্তানির জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমের মতো প্রয়োজনে লিছু পরিবহনের জন্যও শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনের বগি দেওয়া হবে। যাতে করে লিচু দেশের বিভিন্ন স্থানে কৃষক সহজেই পাঠাতে পারে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে দিনাজপুরের বিরলে বোরো ধান কাটা উৎসব উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
উপজেলার মোকলেসপুর ইউনিয়নের ঢেলপির ব্লকে নিজ হাতে ধান কেটে নমুনা শস্য কর্তনের উদ্বোধন করেন তিনি। পরে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন তিনি।
এসময় তিনি বলেন, বোরো উৎপাদনে বরেন্দ্রকে পানির সেচের দাম আরও কমিয়ে আনতে হবে। যাতে উৎপাদন খরচ কমিয়ে আনা যায় সে ব্যবস্থা করতে হবে। আর ফুডে যারা চাকরি তরে তাদের দুর্নীতিটা কমিয়ে আনতে হবে। কৃষি জমি রক্ষায় নতুন আইন হবে আমরা সেই চিন্তা ভাবনায় আছি। নতুন করে আর যেন ভাটা না হয় সেজন্য কাজ করছি।
তিনি আরও বলেন, কোনোভাবেই ধানের জমিতে আম লিচু চাষ করবেন না। ধান বেশি করে উৎপাদন করেন, প্রয়োজনে বিদেশে পাঠানো হবে। আপনারা যত ধান উৎপাদন করবেন সরকার ততবেশি ধান-চাল ক্রয় করবে। এর যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তার থেকে বেশি ধান কীভাবে ক্রয় করা যায় সরকার তা নিয়ে ভাবছে।
এসময় উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো. আসাদ উজ জামান, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইমলাম, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেনসহ জেলা উপজেলার বিভিন্ন কর্মকর্তারা।
মন্তব্য করুন