চুয়াডাঙ্গায় অতি তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। শনিবার (১০ মে) বিকেল ৩টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কয়েকদিন ধরে জেলার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বর্তমানে তা অতি তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। প্রখর রোদে তেঁতে উঠেছে প্রকৃতি। ক্রমান্বয়ে বাড়তে থাকা তীব্র তাপপ্রবাহে পুড়ছে পুরো জেলা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। অস্ত যাওয়ার আগ পর্যন্ত সূর্যের তীব্র তেজে পুড়ছে প্রকৃতি। দুপুরের রোদে যেন আগুনের ফুলকি ঝরে। দুপুর ১২টার পর থেকে রাস্তাঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ে।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, আগামী কয়েকদিন এ জেলার তাপমাত্রা আরও বাড়তে পারে। ১৪ মের পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর তাপমাত্রা কমতে পারে।
মন্তব্য করুন