লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিকে আরও ত্যাগ স্বীকার করতে হবে : এ্যানি

লক্ষ্মীপুরে বিএনপির প্রতিনিধি নির্বাচন সভায় বক্তব্য দেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে বিএনপির প্রতিনিধি নির্বাচন সভায় বক্তব্য দেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সামনের দিনগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনগুলোতে আমাদের আরও ত্যাগ স্বীকার করতে হবে, আগেও আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। আমাদের লড়াই সংগ্রাম কিন্তু এখনো শেষ হয়নি। আমরা মনে করছি, দেশ গড়তে হলে সবাইকে নিয়ে দেশ গড়তে হবে। কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছাতে হলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সোমবার (১২ মে) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ রাজিবপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ১নং ওয়ার্ড বিএনপির প্রতিনিধি নির্বাচন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আমরা শাহবাগ ও যমুনায় কিছু স্লোগান লক্ষ্য করেছি- স্বল্প সংখ্যক লোকের সেই স্লোগান আমাদের ব্যথিত করেছে, মনে দাগ কেটেছে। শাহবাগ ও যমুনায় নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারতো কিন্তু সেই শাহবাগে যদি জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে বাধা আসে, বিএনপিকে নিয়ে কেউ কেউ ভুয়া ভুয়া স্লোগান দেয়, গোলাম আজমের বাংলায় এসব কথা বলে তা কিন্তু হয় না।

তিনি বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছি কিন্তু কেন কী কারণে শাহবাগে কারো কারো উপস্থিতিতে এ ধরনের স্লোগান দেওয়া হয়েছে, তারা আসলে কী চায়, কাদের মধ্যে দেশপ্রেম আছে কি না তা বিচার-বিশ্লেষণের সময় কিন্তু এখন। তাদের শুভ বুদ্ধি উদয় হওয়ার প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের জন্য লড়াই সংগ্রাম করবো, গণতন্ত্র আমাদের প্রতিষ্ঠিত করতেই হবে। জনগণের সরকার আমাদের প্রয়োজন। কারণ, জনগণের সরকারেই আস্থা, বিশ্বাস ও স্থিতিশীলতা। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল, বিএনপির মধ্যে কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচারী শাসন ও কর্তৃত্ববাদী শাসন ছিল না। তাই এখনো সময় আছে আসুন- আমরা সবাই দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকি।

এ্যানি বলেন, মানুষ এখন আর বারবার মিছিল করবে, মিটিং করবে এটা পছন্দ করে না। মানুষ আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। মানুষ এখন দেশ গড়তে চায়। মানুষ এখন দেশের কথা চিন্তা করে। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, দেশটাকে গড়ি।

তিনি আরও বলেন, বিএনপির মধ্যে কোনো ফ্যাসিবাদ ছিল না, বিএনপির মধ্যে কোনো একদলীয় শাসন ব্যবস্থা ছিল না, এক ব্যক্তির শাসন ছিল না, স্বৈরাচারী শাসন ছিল না। বিএনপি সেই দল সবাইকে নিয়ে দেশ চালিয়েছে। আগামীতেও বিএনপি সবাইকে নিয়ে চিন্তা করছে। তার প্রমাণ ৩১ দফা।

এসময় অন্যদের মধ্যে ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূইয়া, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ ও এমরান হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে ৬ দিনেও মেলেনি সূর্যের দেখা

তেঁতুলিয়ায় তীব্র শীত, তাপমাত্রা কত

বিপিএল ইতিহাসে এমন ঘটনা আগে দেখা যায়নি

আই ওয়াজ রিয়েলি শকড, হঠাৎ কেন এই কথা মাহমুদউল্লাহর

প্রতিদিন গোসল করা কি সত্যিই জরুরি

শীত বাড়বে রোববার থেকে, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনের সময়ই ভূমিকম্প

ত্রয়োদশ সংসদ নির্বাচন / ঢাকার ২০টি আসনের মনোনয়নপত্র বাছাই আজ

মধ্যরাতে ঝরল ২ প্রাণ

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১০

ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা, সেনা প্রস্তুত করছে ইসরায়েল

১১

এনসিপির যে ১০ কেন্দ্রীয় নেতার পদত্যাগ

১২

জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস

১৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দল ঘোষণা

১৪

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

১৫

পাহাড়ে শৈত্যপ্রবাহ, জনজীবন স্থবির

১৬

বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি সহযোগিতার আহ্বান 

১৭

ভেনেজুয়েলায় মার্কিন কৌশল ইরাক যুদ্ধের ব্যর্থতার মতো হতে পারে

১৮

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী

১৯

সব পক্ষের সদিচ্ছা থাকলে ইরানের পারমাণবিক চুক্তি সম্ভব : রাশিয়া

২০
X