কিশোরগঞ্জের কুলিয়ারচরে আম পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে মমতাজ বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সোমবার (১২ মে) বিকেলে উপজেলার ১ নম্বর গোবরিয়া ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মমতাজ বেগম উপজেলার ১ নম্বর গোবরিয়া ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামের মৃত মতিউর রহমানের স্ত্রী। আহত জিল্লুর রহমান (৪০) নিহতের সন্তান।
জানা গেছে, আম গাছের জায়গা নিয়ে নিহত মমতাজ বেগমের সঙ্গে প্রতিবেশী আবু কালামের (কালো মিয়া) বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। জায়গাটি বর্তমানে নিহত মমতাজ বেগমের দখলে থাকায় বিকেলে মমতাজ বেগমের ছেলে জিল্লুর রহমান গাছ থেকে আম পাড়তে যান। অভিযুক্ত আবুল কালাম ও তার লোকজন বাধা দেয়। কথাকাটাকাটির একপর্যায়ে মমতাজ বেগম তার ছেলেকে নিয়ে আসতে যান।
এ সময় প্রতিপক্ষের লোকজন মমতাজ বেগমের মাথায় আঘাত করে ও ছেলেকে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে বাজিতপুর ভাগলপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মমতাজ বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জিল্লুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
কুলিয়ারচর থানার ওসি মো. হেলাল উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আম পাড়াকে কেন্দ্র করে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে একজন। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। মরদেহটি ভাগলপুর হাসপাতালে রয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
মন্তব্য করুন