ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৭:৫৪ এএম
অনলাইন সংস্করণ

চিঠিতে আ.লীগ নেতার নাম লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

নুরুজ্জামান বুলবুল। ছবি : সংগৃহীত
নুরুজ্জামান বুলবুল। ছবি : সংগৃহীত

ফরিদপুরের সদর উপজেলায় নুরুজ্জামান বুলবুল (৪৮) নামে এক ঠিকাদার ও ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একাধিক সুইসাইড নোট, যার একটিতে স্থানীয় আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে।

সোমবার (১২ মে) বিকেল ৪টার দিকে কৈজুরি গ্রামের পৈতৃক বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। এরপর লাশ পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। পুলিশ জানিয়েছে, এটি নিছক আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে।

মরদেহের পাশ থেকে উদ্ধার করা একটি চিরকুটে লেখা ছিল—‘বিল্লাল ভাই আমাকে আর বাঁচতে দিলেন না।’ ধারণা করা হচ্ছে চিঠির বিল্লাল ফরিদপুর জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক। একসময় আলোচিত মানি লন্ডারিং মামলায় তিনি কারাভোগও করেন। একই মামলায় অভিযুক্ত ছিলেন সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবর, যার মুরগির খামারে বিল্লাল ম্যানেজার হিসেবে কাজ করতেন।

জানা যায়, নিহত নুরুজ্জামান বুলবুল ও বিল্লাল হোসেনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারা যৌথভাবে মুন্সিবাজার বাইপাস মোড়ে একটি চারতলা ভবন নির্মাণ করেন। তবে বিগত বছরগুলোতে তাদের মধ্যে আর্থিক লেনদেন ও পারিবারিক কারণে দূরত্ব তৈরি হয় বলে স্থানীয়দের দাবি।

নিহতের পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বুলবুলের স্ত্রী ও তিন মেয়ে রয়েছে। মেঝ মেয়ের প্রথম বিয়ে বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে হয় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদের সঙ্গে। এই ঘটনা পরিবারে নতুন করে উত্তেজনার জন্ম দেয়। পরে বুলবুল পারিবারিক কলহ নিরসনে কিছু জমি মেয়েদের নামে লিখে দেন।

অন্য একটি চিরকুটে তিনি মৃত্যুর আগ মুহূর্তে লেখেন, ‘আল্লাহ পাক যদি আমার মৃত্যু দেয় তাহলে আমার মেয়েরা যেন আমার মরামুখ না দেখে আর কবর যেন আমার মায়ের কবরের পাশে হয়, এ বাড়িতে নয়।’

ঘটনার পর আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি রিসিভ হয়নি।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান কালবেলাকে বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন জয়া আহসান

ঈদের আগেই ডাকসুর তপশিল চান ঢাবি শিক্ষার্থীরা

এনবিআর কর্মকর্তাদের আন্দোলন অব্যাহত, অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যা প্রত্যাখ্যান

সরকারি কার্যক্রমে শৃঙ্খলা নিশ্চিতে ভূমিকা রাখবে ডিজিটাল সিগনেচার : ফয়েজ তৈয়্যব

সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াত আমিরের

ট্রাম্পের মারাত্মক উসকানি যেভাবে মোকাবিলা করলেন দ. আফ্রিকার প্রেসিডেন্ট

আপনার চালাকি সবাই বোঝে, প্রধান উপদেষ্টাকে গয়েশ্বর

ইসরায়েলে ভূমিকম্পের আঘাত নিয়ে যা জানা যাচ্ছে

ইরানে ইসরায়েলের সপ্তাহবাপী ভয়ংকর পরিকল্পনা, চলছে পুরোদমে প্রস্তুতি

লা লিগা জিতেও বড় অর্থ পেল না বার্সা

১০

বাসাবাড়ির ওপর বিধ্বস্ত বিমান, বেশ কয়েকজন নিহত

১১

সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি

১২

ফুডি প্রথমবারের মতো চালু করেছে ফুড রেসকিউ ফিচার

১৩

খলিলুর রহমানকে নিরাপত্তা উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়ার আহ্বান রিজভীর

১৪

‘শিশুসুলভ আচরণের কারণে জুলাই হারিয়ে যেতে পারে না’

১৫

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মড্রিচ

১৬

আসামি ধরতে গিয়ে হামলায় আহত পুলিশ ও আনসার সদস্য, মামলা দায়ের

১৭

সেভয়ের নতুন চমক ডিস্কোন আইসক্রিম 

১৮

প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদসহ দুই উপদেষ্টার সাক্ষাৎ

১৯

‘১৬ বছর আ.লীগ পিটাইছি, তোরও একই হাল করব’

২০
X