তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ

অনুদানের গরু ফেরত পেলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২ সদস্য

অনুদানের গরু ফেরত পেলেন সবিতা রানী ও ক্ষিতিশ তির্কী। ছবি : কালবেলা
অনুদানের গরু ফেরত পেলেন সবিতা রানী ও ক্ষিতিশ তির্কী। ছবি : কালবেলা

সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের তাড়াশে সরকারি অনুদানের তালিকায় নাম থাকার পরও গরু না পাওয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সেই দুই সদস্য বরাদ্দকৃত গরু দুটি ফেরত পেয়েছেন।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে উদ্ধার করা ওই গরু দুটি তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম অনুদানের গরু দুটি বুঝে নেন।

ভুক্তভোগীরা হলেন- উপজেলার মাধাইনগর ইউনিয়নের ক্ষিরপোতা গ্রামের বাসুদেব সরকারের স্ত্রী সবিতা রানী ও তালম ইউনিয়নের মানিক চাপড় গ্রামের ক্ষিতীশ তির্কী।

এর আগে ১২ মে কালবেলা পত্রিকায় ‘তালিকায় নাম পরিবর্তন করে গরু বিতরণ’ শিরোনামে ও আরও কয়েকটি স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট বিভাগ নড়েচড়ে বসেন। তারা অনুসন্ধান করে গরুগুলো খুঁজে বের করে প্রকৃত অনুদানের গরুর দাবিদার সবিতা রানী ও ক্ষিতীশ তির্কীকে ফেরত দেন।

তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল বুধবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সরকারি অর্থায়নে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত ৯০ জন সুফলভোগীদের মাঝে প্যাকেজভিত্তিক বকনা বাছুর বিতরণ করা হয়। আর সেখানেই গরু বিতরণে ঘটে ভুতুড়ে ঘটনা।

এদিকে অনুদানের গরু ফেরত পেয়ে সবিতা রানী ও ক্ষিতীশ তির্কী জানান, তারা খুশি এবং ন্যায্যতার ভিত্তিতে ১২ দিন পরে হলেও গরু ফেরত পাওয়ায় ক্ষেত্রে যারা কাজ করেছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম জানান, গত এপ্রিলের ৩০ তারিখে গরু বিতরণকালে আমাদের অগোচরে যারা গরু দুটি নিয়ে গিয়েছিল তাদের অনুসন্ধান করে আমরা বের করতে সক্ষম হই। পরে তাদের কাছ থেকে গরু নিয়ে এসে অনুদানের গরুর প্রকৃত দাবিদার আদিবাসী সম্প্রদায়ের সদস্য সবিতা রানী ও ক্ষিতীশ তির্কীকে ফিরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি যারা অবৈধভাবে গরু নিয়েছিলেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গণপিটুনি

সেই তন্বীর বিরুদ্ধে লড়বেন জান্নাতুন নাহার

দুই বাসের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুতে সিইউজে’র শোক

রাজধানীর পান্থপথে দেয়াল ধসে নিহত ১

কালকিনিতে আনিসুর রহমান খোকন / মায়েদের পাশে থাকবে বিএনপি

দিনে কত কাপ চা খাওয়া উচিত, জানালেন বিশেষজ্ঞ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস কেমন হবে, জানা গেল

শান্ত-সৌম্যর বাদ পড়ার কারণ জানালেন গাজী আশরাফ

বিএনপির সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

১০

‘এখন কাউকে ধরতে যৌক্তিক কারণ লাগে না, তবে সত্যের জয় হবে’

১১

হাওরে নৌকা ডুবে নিখোঁজ ২

১২

‘পৃথক সচিবালয় ছাড়া বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জন সম্ভব নয়’

১৩

রাতের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৪

বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৩৮০০০ টাকা

১৫

চট্টগ্রামে শিল্পী সম্মিলন ও আর্ট ক্যাম্পে মিলন মেলা

১৬

যে কারণে এশিয়া কাপ দলে সোহান-সাইফ, জানালেন প্রধান নির্বাচক

১৭

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কবে, জানালেন প্রশাসক

১৮

ভারতে মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

১৯

‘নির্বাচনে কাজ করবে সাড়ে ৬ লাখ আনসার-ভিডিপি’

২০
X