সাতক্ষীরায় আশাশুনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ। বুধবার (১৪ মে) বিকেলে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে দলীয় সার্চ কমিটির মাধ্যমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য স ম হেদায়েতুল ইসলাম ও আসিফুর রহমান তুহিনের সদস্য পদ নবায়ন করে আশাশুনি উপজেলায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের শুরু হয়।
এ উপলক্ষে বড়দল ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য আজহারুল ইসলাম মন্টু ও আশরাফুল ইসলাম বকুলের আয়োজনে গোয়ালডাঙ্গা বকুল তলা চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। এ ছাড়া সার্চ কমিটির সদস্য শামসুদ্দিন সানা ও আজগর আলীর আয়োজনে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আরও একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৃথক এসব সভায় সাতক্ষীরা-০৩ সংসদীয় আসনে জেলা বিএনপি মনোনীত সার্চ কমিটির টিম লিডার যুগ্ম আহ্বায়ক আক্তারুল ইসলাম সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, স ম হেদায়েতুল ইসলাম, আসিফুর রহমান তুহিন, বিএনপির আইনজীবী ফোরামের সদস্য অ্যাড. এবিএম সেলিম, তাঁতী দলের আহ্বায়ক হাসান শাহরিয়ার রিপন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য অ্যাড. গোলাম গণি দুদু, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, খায়রুল আহসান, আবু হেনা মোস্তফা কামাল, শাহরিয়ার জামান, মিজানুর রহমান, জাকির হোসেন বাবু, রফিকুজ্জামান ছোট্টু, মোস্তফা হেলালুজ্জামান, ফিরোজ আহমেদ জজসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতারা।
বক্তারা আগামী ৪ কার্যদিবসের মধ্যে দলীয় ফরম পূরণ করে ইউনিয়ন সার্চ কমিটির কাছে হস্তান্তর করার নির্দেশনা দিয়েছেন। সদস্য পদ নবায়নের ক্ষেত্রে দলীয় নির্দেশনা মেনে চলার জন্য উদাত্ত আহ্বান জানান। সঙ্গে সঙ্গে পৃথকভাবে দুটি সভা করায় ক্ষোভ প্রকাশ করে নেতারা ভবিষ্যতে এরকম কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান।
মন্তব্য করুন